সোশ্যাল মিডিয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর (Mamata Banerjee) মীম শেয়ার করা বিজেপি কর্মী প্রিয়াঙ্কা শর্মাকে (Priyanka Sharma) সুপ্রিম কোর্টের নির্দেশের পর ছেড়ে দেওয়া হয়েছে। প্রিয়াঙ্কা মমতা ব্যানার্জীকে গ্রেফতার করার দাবি তোলেন, আর উনি বলেন আমাকে জোর করে ক্ষমা চাওয়ানো হয়েছে।
মুক্তি পেয়েই প্রিয়াঙ্কা মমতার সরকারের বিরুদ্ধে মোর্চা খুলে নিয়েছেন। মিডিয়ার সাথে কথা বলার সময় প্রিয়াঙ্কা বলেন্ন, মমতা ব্যানার্জীকেও গ্রেফতার করা দরকার। এর সাথে উনি অভিযোগ করে বলেন যে, ওনাকে জেলে অত্যাচার করা হয়েছে।
প্রিয়াঙ্কা বলেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে আমার আগে গ্রেফতার করা উচিৎ ছিল। আমি শুধু ওনাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মীম শেয়ার করেছিলাম। মমতা ব্যানার্জীকে প্রধানমন্ত্রীকে লাগাতার গালি দেন।” প্রিয়াঙ্কা বলেন, আমি এই ব্যাপারে ক্ষমা চাইব না।
আপনাদের জানিয়ে রাখি, আজ সকালেই বিজেপি কর্মী প্রিয়াঙ্কাকে মুক্ত করেছে পুলিশ। ওনার উপর মমতা ব্যানার্জীর ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগ আছে। আর মমতা ব্যানার্জীকে নিয়ে এই মীম ভাইরাল হওয়ার পরেই ওনাকে ১০ মে গ্রেফতার করা হয়েছিল।