উদ্বেগের মধ্যেই করোনা স্বস্তি, রাজ্যে কমছে মৃত্যু হার :স্বাস্থ্য দফতর

কলকাতা: বাংলায় বাড়ছে সংক্রমণ৷ প্রতিদিন চার হাজারের বেশি আক্রান্ত৷ এর মধ্যেই স্বস্তির খবর শোনাল রাজ্য স্বাস্থ্য দফতর৷ সংক্রমণ বাড়লেও, প্রায় প্রতিদিনই কমছে মৃত্যু হার৷

রাজ্য স্বাস্থ্য ভবন সূত্রে খবর, বাংলায় মৃত্যুর হার কমে ১.৮৫ শতাংশ৷ যা এক সময় ২ শতাংশের বেশি ছিল৷ পাশাপাশি কিছুটা বেড়েছে সুস্থতার হার৷ সোমবারের তথ্য অনুযায়ী,৮৭.৬৪ শতাংশ৷

বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন মাত্র ২৮ হাজার ৯৫৭ জন৷ সেফ হোমে ১ হাজার ০৭৩ জন৷ আর হাসপাতালে চিকিৎসাধীন ৬ হাজার ৯৮৭ জন৷ এমটাই

রাজ্যে ২০০ টি সেফ হোম রয়েছে৷ সেখানে বেড সংখ্যা ১১ হাজার ৫০৭ টি৷ বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৯৫ হাজার ৯২৭ জন৷ এই পর্যন্ত ছাড়া পেয়েছেন ৭ লক্ষ ৭৫ হাজার ৮০৩ জন৷

এছাড়া বাংলায় সরকারি কোয়ারেন্টাইন সেন্টার রয়েছে ৫৮২ টি৷ সেখানে বর্তমানে ২ হাজার ৩৬১ জন রয়েছেন৷ এই পর্যন্ত ছাড়া পেয়েছেন ১ লক্ষ ৭ হাজার ৯৭৪ জন৷

২৬ অক্টোবর, ২০২০ রাজ্য স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে কোভিড-১৯ এ মোট মৃত্যু হয়েছে ৬,৫৪৬ জন৷ এদের মধ্যে কলকাতা ও উত্তর ২৪ পরগণাতেই ৩,৬২২ জন৷ বাকি ২১ জেলায় ২,৯২৪ জন৷

বাংলায় মোট আক্রান্ত সাড়ে ৩ লক্ষের বেশি৷ তথ্য অনুযায়ী,৩ লক্ষ ৫৩ হাজার ৮২২ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা বাড়তে বাড়তে ৩৭ হাজার ছাড়িয়েছে৷ পরিসংখ্যান অনুযায়ী,৩৭ হাজার ১৯০ জন৷

এই পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষের বেশি৷ পরিসংখ্যান অনুযায়ী, ৩ লক্ষ ১০ হাজার ৮৬ জন৷ তার ফলে সুস্থতার হার একটু বেড়ে ৮৭.৬৪ শতাংশ হয়েছে৷ যা বাংলার জন্য কিছুটা হলেও স্বস্তি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.