করোনার বিরুদ্ধে জয় নিশ্চিত বলে, সেনাবাহিনীর জন্য দেশবাসীকে প্রদীপ জ্বালাতে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার সকালে বিজয়া দশমীর প্রাক্কালে ‘মন কি বাত’ (Maan ki Baat) অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। সেই অনুষ্ঠানেই মোদী বলেন, ‘‘সঙ্কটের বিরুদ্ধে ধৈর্যের পরীক্ষার জয়ই হল দশেরা উৎসব। আপনারা সকলেই সংযমের জীবনযাপন করছেন। সুতরাং এই কোভিডের লড়াইয়ে, যা আমরা সকলেই লড়ছি, তাতে করোনার বিরুদ্ধে আমাদের জয় নিশ্চিত।’’ তিনি আরও বলেন, “একটাই শক্তি, একতাই বল। এই আপ্তবাক্য ফের স্মরণ করতে হবে। একতার নতুন রং লাগাতে হবে। আমাদের এক ভারত, অখন্ড ভারতের আদর্শকে এগিয়ে নিয়ে যেতে হবে।” সঙ্গে প্রধানমন্ত্রী বলেন,”দেশে অনেক বিচ্ছিন্নতাবাদী শক্তি কাজ করছে, যারা বিভাজন তৈরির চেষ্টা করছে।”
প্রধানমন্ত্রী বলেন, ‘‘বছরের এই সময় ইদ, দীপাবলির মতো নানা ধরনের উৎসব হয়। আমাদের মনে রাখা উচিত সেই সব সেনানিদের কথা, যাঁরা সীমান্ত রক্ষা করছেন। উৎসব উদ্যাপনের মাঝে তাঁদের কথা মনে রেখে আপনাদের ঘরে ১টি করে বাতি জ্বালান।’’ তিনি আরও বলেন, “আপনারা অন্তত একটা করে প্রদীপ বীর জওয়ানদের স্মরণ করে জ্বালান। আমি আমার বীর জওয়ানদের বলব, আপনারা হয়তো সীমান্তে পাহার দিচ্ছেন। কিন্তু গোটা দেশ আপনাদের পাশে আছে। আমি সেইসব পরিবারকে ধন্যবাদ জানাব যাদের পরিবারের সদস্যরা দেশের সেবার জন্য ঘরে থাকতে পারছেন না।”