এই নিষ্প্রাণ দেহটাতে
নেই কোনো ভালবাসার ছাপ,
অর্থহীন রিক্ত জীবনটাতে
অর্নিদিষ্ট কালের অভিশাপ।
দুই চোখে ধোঁয়া আর ধোঁয়া
হৃদয়ে পড়েনি তার আঁচ ,
প্রতিফলন বেচে দেওয়া –
মৃত্যুর মুখ মোড়া সেই কাঁচ।
দুর্লভ নিঃস্বার্থ এই জীবনে
অকেজো স্বপ্ন অচেতন,
স্বর্গ সুখের খোঁজে ফিরে
শেষ মেশ মৃত্যুকে আলিঙ্গন।
অবাঞ্ছিত মায়াবী কোনো ছায়া
মিটিয়েছে স্বপ্ন দেখার স্বাধ,
পূর্ণগ্রাস ভালোবাসার স্মৃতির
অন্তরের অন্তঃস্থে পরমাদ।
নিষ্প্রাণ এই হৃদয়ের গহীনে –
ক্ষনে ক্ষনে জেগে ওঠে উৎসুক,
বুক ভরা হাজার কথকতা
নিছক -ই নির্বাক স্ব -মুখ।
অশ্রুসিক্ত এই পরানের কোলে
রিক্ত নিশুতি রাত সাজে,
অন্তহীন অবলুপ্ত ঘ্রাণ
ফুঁপরে কাঁদে এ প্রাণ মাঝে।
একবিন্দু সুখের খোঁজে ফিরে
আজ আমি বেনামী পারিজাত,
ফেরারি হাতড়ানো হাতটারে
গুটিয়ে নিয়েছি অকস্মাৎ।
প্রাণ আগলে রেখেছি বাহুডোরে,
দুঃখ স্মৃতিপটে স্মৃতিচারণ,
আমাতে আমি কবেই গেছি মরে,
নতুন করে মরতে চাওয়া বারণ।।