পুজোয় শহরে যানজট এড়াতে পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করছে হাওড়া সিটি পুলিশের ট্রাফিক বিভাগ। সোমবার তৃতীয়ার দিন থেকেই ধীরে ধীরে কমিয়ে দেওয়া হয়েছে পণ্যবাহী যান চলাচলের সময়সীমা।
হাওড়া সিটি পুলিশ সূত্রে জানা গিয়েছে, ষষ্ঠীর দিন থেকে কোনা এক্সপ্রেসওয়ে সহ শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় দুপুর ২টো থেকে পরের দিন ভোর ৪টে পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলাচল করতে দেওয়া হবে না। সোমবার তৃতীয়ার দিন থেকেই পণ্যবাহী গাড়ি চলাচলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ট্রাফিক পুলিশ সূত্রের আরও খবর, দুপুর ৩টে থেকে রাত ১২টা পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তায় পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞার সময়ে হাওড়া থেকে কলকাতার দিকে পণ্যবাহী গাড়িকে কোনওভাবেই যেতে দেওয়া হবে না। হাওড়ার বেশ কিছু এলাকায় বড় পুজো হয়। এইসব এলাকায় যাতে যানজট তৈরি না হয় তাই পুজোর দিনগুলিতে পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।