উৎসবের মরশুমের শুরুতেই করোনা নিয়ে দেশবাসীকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ‘করোনা চলে গেছে, এটা ভাবলে মারাত্মক ভুল হবে, লকডাউউন গেলেও ভাইরাস যায়নি’, এদিন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী। উৎসবের মরশুমে দেশবাসীকে আরও বেশি সতর্ক থাকতে অনুরোধ করেছেন মোদী।
দেশজুড়ে শুরু উৎসবের মরশুম। উৎসবের মরশুমের শেষে গোটা দেশে করোনার সংক্রমণ আরও বিপজ্জনক চেহারা নিতে পারে বলে বারবার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এদিন প্রধানমন্ত্রীর দেওয়া ভাষণেও সেই প্রতিধ্বনিই শোনা গেল। প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমাদের ভুললে চলবে না, লকডাউউন গেলেও ভাইরাস যায়নি। গত ৭-৮ মাসে ভারতীয়দের প্রয়াসেই করোনাকে নিয়ন্ত্রণে রাখা গিয়েছে। সেই তৎপরতাকে ভেস্তে দেওয়া চলবে না।’’
গোটা দেশে করোনার সংক্রমণ এখনও বিপজ্জনক রূপেই রয়েছে। বিন্দুমাত্র গাফিলতির ফলও মারাত্মক হতে পারে বলে এদিন সতর্ক করেছেন প্রধানমন্ত্রী। ভাষণে তিনি বলেন, ‘‘করোনাভাইরাস এখনও আছে, এটা মনে রাখতে হবে। করোনার ভয় নেই, এটা ভাবলে চলবে না। লকডাউউন গেলেও ভাইরাস যায়নি। করোনা আছে, এটা মনে রাখুন।’’
এদিন আবারও সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে মাস্ক পরার ব্যাপারে সচতনতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলন, ‘‘মাস্ক ছাড়া বাইরে বেরোচ্ছেন মানে আপনি আপনার গোটা পরিবারকে বিপদে ফেলছেন।’’
গোটা বিশ্বে করোনা তাণ্ডব চালাচ্ছে। এদিন করোনার কবলে পড়া আমেরিকা, ব্রাজিলের পরিসংখ্যান তুলে ধরে দেশবাসীকে সতর্ক করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘‘ভারতে প্রতি ১০ লক্ষ মানুষের সাড়ে ৫ হাজারের করোনা।
আমেরিকা, ব্রাজিলে এই সংখ্যাটা ২৫ হাজারের কাছাকাছি। দেশে করোনায় প্রতি ১০ লক্ষে ৮৩ জনের মৃত্যু। আমেরিকা, ব্রাজিলে এই সংখ্যাটা ৬০০-এর কাছে।’’