একদিকে যখন দুর্গাপুজো নিয়ে হাইকোর্টের বিচারপতিদের ডিভিশন বেঞ্চের মুখ ভার, ঠিক তখনই আরেক প্রান্তে মানুষকে সচেতন রাখতে ও সামাজিক দূরত্ব মেনে পুজোর আনন্দে মাতিয়ে তুলতে দর্শনার্থীদের জন্যে পুজো গাইড প্রকাশ্যে আনল কলকাতা পুলিশ।
সোমবার প্রকাশ করা হল কলকাতা পুলিশের পুজো গাইড ২০২০। লালবাজারে এই গাইডের শুভ সূচনা করেন নগরপাল অনুজ শর্মা। পুজোর গাইডের পাশাপাশি এদিন কলকাতা ট্রাফিক পুলিশের বার্ষিক পর্যালোচনার রিপোর্টও প্রকাশ করেন তিনি।
পুজোর ভিড়ে বিশেষ করে বাচ্চাদের হারিয়ে যাওয়ার ঘটনা ঘটে থাকে প্রতি বছরই। সেটা মাথায় রেখে এবার ছাত্র ছাত্রীদের কে সঙ্গে নিয়ে তৈরি করা হয়েছে আইডেন্টিটি ব্যাচ। যার মাধ্যমে হারিয়ে যাওয়ার বাচ্চা বা যেকোনো মানুষের পরিচয় দিয়ে তাদের অভিভাবক দের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে কলকাতা পুলিশ।
কলকাতা পুলিশের নগরপাল জানিয়েছেন যে এই মহামারীতে তাদের পক্ষে যা যা সম্ভব তারা তা করবেন। মানুষ কে সচেতন করা থেকে নিয়ে প্রচার চালানো এবং মণ্ডপে মণ্ডপে মাস্ক বিতরণ করা তাও চলবে। কেউ যাতে মাস্ক ছাড়া মণ্ডপে ঢুকতে না পারেন তাদের হাতে মাস্ক দিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
একই সঙ্গে পুলিশের পক্ষ থেকে নজর রাখা হবে যাতে পুজো কমিটি গুলির পক্ষ থেকেও প্রতিদিন মণ্ডপ গুলি স্যানিটাইজ করা হয়।
তবে এতো কিছুর পরেও অনেকের মনে প্রশ্ন থেকেই গেছে, লাখ লাখ মানুষের ভিড় কি সামাল দিতে পারবেন ৩০ হাজার পুলিশ কর্মী? তাদের নিরাপত্তার বিষয়টিই বা কি হবে? উত্তর মিলবে অদূর ভবিষ্যতেই।