করোনা পরিস্থিতিতে ভারতীয় কিষান সঙ্ঘের সদস্যরা সাংগঠনিক ও ব্যক্তিগত উদ্যোগে নানান মানুষের কাছে সেবার হাত প্রসারিত করেছে। সংগঠন সম্পাদক শ্রী অনিল রায় জানিয়েছেন সাংগঠনিকভাবে কয়েকটি জেলায় ৬৭৫ টি দুঃস্থ পরিবারকে ১০ কেজি করে চাল, ১ কেজি ডাল, ১ কেজি করে আলু এবং ২৫ টি পরিবারকে ১০০ টাকা করে হাতে দেওয়া হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একলক্ষ দুই হাজার টাকা পাঠানো হয়েছে৷ বাঁকুড়া জেলায় আয়োজিত হয়েছে রক্তদান শিবির। সেখানে ৫০ জন রক্তেদান করেন। বীরভূম জেলার পক্ষ থেকে জেলা সম্পাদক জানিয়েছেন, লকডাউনের মধ্যে প্রায় আশি হাজার টাকার ত্রাণ সামগ্রী ৪০০ পরিবারে বিলি করা হয়েছে।
এছাড়াও ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিলি করেন নদীয়া জেলার সম্পাদক শ্রী মিলন খামারিয়া। কিছু সদস্যদের মধ্যে ও সাধারণ মানুষের মধ্যে ত্রাণ বিলি করেছেন ও টাকা পাঠিয়েছেন প্রান্ত সদস্য ড. কল্যাণ চক্রবর্তী। তিনি উত্তর ২৪ পরগণা জেলা সভাপতি স্বামী দেবাশানন্দজীর মাধ্যমে সাধারণ মানুষের কাছে ত্রাণ পাঠান। নদীয়া জেলা সভাপতি ডা. সন্দীপ কীর্তনীয়ার মাধ্যমেও ড. চক্রবর্তী ত্রাণ পাঠিয়েছেন। এছাড়া নানান সেবা প্রতিষ্ঠানে টাকা পাঠিয়েছেন তিনি। স্বামী দেবাশানন্দজী প্রণব আশ্রমের মাধ্যমে সেবার কাজ চালিয়েছেন। ডা. সন্দীপ কীর্তনীয়া এবং আশুতোষ কীর্তনীয়ার সেবাকাজও যথেষ্ট প্রশংসনীয়। আরও অনেকেই নীরবে সেবাকাজ চালিয়েছেন।