দূষণের মাত্রা ক্রমশই বাড়ছে দিল্লিতে। ধোঁয়াশার চাদরে মুখ ঢাকছে রাজধানীর বিভিন্ন প্রান্ত। গাজিপুর থেকে অক্ষরধাম, লোধি রোড থেকে শুরু করে আর কে পুরম, রাজপথ থেকে ইন্ডিয়া গেট-দিল্লির দূষণের হাল রাজধানীজুড়ে আতঙ্ক তৈরি করেছে। ফলে চিন্তায় রয়েছেন সাধারণ মানুষ। খানিকটা দৌড়লেই, অথবা সাইকেল চালালেই শ্বাসকষ্ট অনুভব করছেন প্রাতঃভ্রমণকারীরা। সোমবার সকালেই আইটিও, গাজিপুর থেকে অক্ষরধাম-প্রভৃতি এলাকা ছিল ধোঁয়াশার চাদরে ঢাকা।
কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, সোমবার সকালে আইটিও-তে বাতাসে পিএম ২.৫-এর মাত্রা ছিল ২৪১, লোধি রোডে ১৫১ এবং আর কে পুরমে ২৪৯। বায়ুদূষণের জেরে শ্বাসকষ্ট অনুভব করছেন প্রাতঃভ্রমণকারীরা। সোমবার সকালে রাজপথ ও ইন্ডিয়া গেটে প্রাতঃভ্রমণের সময় বেশ কয়েকজন প্রাতঃভ্রমণকারীরা জানিয়েছেন, ‘বাতাসে পরিবর্তন আমরা ভালোই বুঝতে পারছি। সাইকেল চালানোর সময় অথবা দৌড়ানোর সময় শ্বাসকষ্ট অনুভব করছি আমরা। আগামী দিনে হয়তো প্রাতঃভ্রমণ ও অনুশীলন বন্ধ করে দিতে হবে আমাদের।’