২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত ৩৮৬৫জন

গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে কমল সুস্থতার হারএদিকে একইসঙ্গে ফের বাড়ল দৈনিক সংক্রমন। নতুন করে তৈরি হল আক্রান্তের রেকর্ড। শনিবার নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৩৮৬৫জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১৮৩জন। মৃত্যু হয়েছে ৬১ জনের। গতকালের থেকে কমেছে দৈনিক মৃত্যু। এদিকে ফের বেড়েছে মোট পরীক্ষিত নমুনা অনুযায়ী সংক্রমিত মানুষের হার। ২৪ ঘন্টায় পরীক্ষিত নমুনার ৮.০৩ শতাংশ মানুষ এদিন সংক্রমিত হয়েছেন। শনিবার স্বাস্থ্য দফতর বুলেটিন সূত্রে অন্তত খবর এমনটাই।
এখন রাজ্যে সক্রিয় চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যা ৩৩হাজার ১২১জন। এই পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩লাখ ১৭হাজার ৫৩জন। রাজ্যে মোট করোনা মুক্ত হয়েছেন ২লাখ ৭৭হাজার ৯৪০জন। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৫৯৯২জনের। এদিকে ফের কমেছে রাজ্যে সুস্থতার হার। এখন রাজ্যে সুস্থতার হার ৮৭.৬৬ শতাংশ


এদিকে গত ২৪ ঘণ্টায় কলকাতা শহরেও রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন। ৭৮৪ জন নতুন করে আক্রান্ত হয়েছেন কলকাতায়। তাই শহরে মোট কেস বেড়ে দাঁড়িয়েছে ৬৯হাজার ৩১টি। গত ২৪ ঘণ্টায় ৬০৮জন সুস্থ হয়ে উঠছেন । তাই এখন সুস্থ হওয়ার সংখ্যা মোট ৫৯হাজার ৭১১জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছে শহরে ১৫জন। তাই এখনও পর্যন্ত কলকাতায় মোট ১৯৭১জন মারা গেছে করোনা আক্রান্ত হয়ে। বর্তমানে কলকাতায় করনা আক্রান্ত সক্রিয় চিকিৎসাধীন রয়েছেন ৭৩৪৯জন। এদিকে রাজ্যে সংক্রমনের নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর চব্বিশ পরগনা। ওই জেলায় একদিনে আক্রান্ত হয়েছেন ৭৯২জন। সুস্থ হয়ে উঠছেন ৬১৭জন।
এদিনের বুলেটিনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় রাজ্যে ৪৩ হাজার ৪২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই পর্যন্ত রাজ্যে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৯লাখ ৪৭হাজার ৭৫০টি। এখন রাজ্যে ৯২টি ল্যাবরেটরীতে নমুনা পরীক্ষা করা হচ্ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.