মিশন শক্তি অভিযানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী যোগী

হাথরাস গণধর্ষণ কাণ্ডের পর থেকে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে উত্তরপ্রদেশের রাজ্য সরকার। রাজ্যের আইন শৃংখলার প্রতি সাধারণ মানুষের বিশ্বাস ফিরিয়ে আনার জন্য ও নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে শনিবার ‘মিশন শক্তি’ অভিযানের শুভ সূচনা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিনের উদ্বোধনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যের ১৫৩৫ থানায় নারীরা যাতে নিজেদের উপর হওয়া অত্যাচারের অভিযোগ করতে পারে তার জন্য আলাদা ঘর করা হয়েছে। নারীদের অভিযোগ নথিভুক্ত করবে মহিলা কনস্টেবল। অভিযোগ নথিভুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য থাকবে পুলিশ। উল্লেখ করা যেতে পারে মিশন শক্তি অভিযানের সূচনা লখনউ থেকে করেছেন রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল  রাজ্যের বলরামপুর জেলা থেকে এর শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী। আজ থেকে অর্থাৎ শনিবার থেকে আগামী ছয় মাস পর্যন্ত মিশন শক্তি অভিযান চলবে। নারীদের ওপর হওয়া অপরাধে অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করা এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি আত্মরক্ষার জন্য নারীদের নানা ধরনের কৌশল শেখানো হবে। নবরাত্রি এবং দুর্গাপূজা উপলক্ষে উৎসবেরমঞ্চগুলি থেকে এই অভিযান নিয়ে জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.