অরুণাচল প্ৰদেশের লংডিং জেলার ওয়াখা এবং সংখোর মধ্যবর্তী লংকাই গ্রামে আসাম রাইফেলসের অভিযানে ধরাশায়ী হয়েছে নাগা জঙ্গি সংগঠন ন্যাশনাল সোশালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড-এর খাপলাং গোষ্ঠীর এক শীর্ষ সশস্ত্র ক্যাডার। নিহত জঙ্গিকে এনএসসিএন (খাপলাং)-এর স্বঘোষিত সার্জেন্ট মেজর গানজন ওয়াংসা বলে শনাক্ত করা হয়েছে।
আধা সেনা সূত্রে জানা গেছে, গোয়েন্দা সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে আজ শনিবার সকালে ৬ নম্বর আসাম রাইফলসের জওয়ানরা সন্দেহভাজন সশস্ত্র জঙ্গি সংগঠন এনএসসিএন-এর বিরুদ্ধে ওয়াখা এবং সংখোর মধ্যবর্তী লংকাই গ্রামে অভিযান চালিয়েছিলেন। ওই অভিযানে জঙ্গি সদস্যের সঙ্গে বেশ কিছুক্ষণ গুলি বিনিময় হয়। এক সময় গুলিতে বিদ্ধ হয়ে ধরাশায়ী হয় জঙ্গি গানজন ওয়াংসা।
এনএসসিএন (খাপলাং)-এর জঙ্গিটি লংকাই গ্রামে কিছুদিন ধরে ঘাঁটি গেড়েছিল বলে গোয়েন্দা সূত্রে খবর পেয়েছিলেন জেলায় নিয়োজিত আসাম রাইফেলস কর্তৃপক্ষ। সে অনুযায়ী আজ ভোররাতে গ্রামে অভিযান চালান আধা সেনারা।
উল্লেখ্য, দিন-কয়েক আগে অরুণাচল প্ৰদেশে সেনাবাহিনীর একটি পানীয়জল পরিবাহী ট্যাংকারে গ্ৰেনেড হামলা চালিয়েছিল সন্দেহভাজন এনএসসিএন জঙ্গিরা। ওই হামলায় জনৈক জওয়ান শহিদও হয়েছিলেন।
অন্যদিকে, গত ১৪ অক্টোবর অসম রাইফেলসের হাতে পাকড়াও হয়েছিল এনএসসিএন (আইএম)-এর দুই এবং এনএসসিএন (খাপলাং-ইয়ুং আং) গোষ্ঠীর এক সক্রিয় ক্যাডার। তিনজনকেই পুলিশের হাতে তুলে দিয়েছিল আসাম রাইফেলস কর্তৃপক্ষ।