কোর কমান্ডার পর্যায়ে একাধিকবার বৈঠকে বসা সত্ত্বেও পূর্ব লাদাখে সামরিক উত্তেজনা প্রশমনের সমাধান এখনও করা যায়নি। ফলে শীতকালেও হিমালয়ের পর্বতশৃঙ্গগুলিতে সেনা সমাবেশ বজায় রাখতে চায় ভারত। সেই লক্ষ্যে অতিরিক্ত শীতে সেনা জওয়ানদের সুবিধার্থে ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সমরসজ্জা বা গরম কাপড় অতিরিক্ত শীতে পাহাড়ি এলাকায় আরো যা প্রসাধন দরকার,তা সবই কিনেছে ভারত। এমনকি যুদ্ধের কিটও কিনেছে ভারত। মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সহ্য করতে সক্ষম বিশেষ ধরনের তাবু সেনা জওয়ানদের জন্য কেনা হয়েছে।মনে করা হচ্ছে বিগত চার দশকে প্রথমবার পূর্ব লাদাখ নিয়ে এশিয়া মহাদেশের দুই মহাশক্তিধর রাষ্ট্রের মধ্যে সামরিক টানাপোড়েন চরম আকার ধারণ করেছে। গোটা পূর্ব লাদাখজুড়ে থমথমে পরিস্থিতি। চিনা আগ্রাসন রুখতে মরিয়া সেনাবাহিনী।প্যাংগং ঝিল সংলগ্ন একাধিক পর্বত শৃঙ্গ এ বিপুল সমরসজ্জা মোতায়েন করেছে ভারত। অতিরিক্ত শীতে প্রহরা দিতে জওয়ানদের যাতে কোনও রকমের অসুবিধা না হয়। সেই জন্য অত্যাধুনিক শীতবস্ত্র এবং শীতকালে লড়াই করার পক্ষে সহযোগী সরঞ্জাম কিনেছে ভারত ২০১৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে লজিস্টিক এক্সচেঞ্জ মেমোরেন্ডাম চুক্তি অনুযায়ী সেনাবাহিনীর জন্য শীতবস্ত্র কেনা হয়েছে। এই চুক্তি অনুযায়ী দুই দেশের সেনা নিজেদের মধ্যে স্পেয়ার পার্টস, যুদ্ধ বিমানের জ্বালানি, শীতবস্ত্র, খাবার ও অন্যান্য অত্যাবশ্যকীয় বস্তু নিজেদের মধ্যে আদান-প্রদান করতে পারবে।
2020-10-17