মুম্বাইয়ের লাইফ লাইন লোকাল ট্রেন (Mumbai Local trains)। আর আনলক পর্বে সেই লোকাল ট্রেন চালু হওয়ার পর যাত্রীদের সুবিধায় একের পর এক নতুন নিয়ম চালু হচ্ছে। এবার সেই নতুন নিয়মে মহিলারাও পেলেন বড় ছাড়। রাজ্য সরকার গতকাল জানিয়েছেন মহিলারা ১৭ তারিখ অর্থাৎ আজ থেকে লোকাল ট্রেনে যাতায়েত করতে পারবেন। দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাস বিভাগের সেক্রেটারি একটি নির্দেশনামা জারি করেছেন, তাতে বলা হয়েছে মহিলারা দিনের বেলা দুটি স্লটে লোকাল ট্রেনে চলাচল করতে পরবেন।
সেক্রেটারি কিশোর রাজে নিম্বলকর এই নির্দেশনামায় আরো জানিয়েছেন যে “মহিলারা সকাল ১১টা থেকে দুপুর ৩টে এবং সন্ধ্যা ৭টা থেকে অফিস টাইমের শেষ ট্রেনে যাতায়েত করতে পারবেন। এই আদেশটি মুম্বাই এবং মুম্বাই মেট্রোপলিটন অঞ্চলে প্রযোজ্য হবে। মাত্র যেসকল মহিলার বৈধ টিকিট রয়েছে তারাই এই পরিষেবা মাত্র যেসকল মহিলার বৈধ টিকিট রয়েছে তারাই এই পরিষেবা ব্যবহারের অনুমতি পাবেন। অনুরোধ জানানো হচ্ছে “লোকাল ট্রেনে স্থানীয় পরিষেবার সকাল ১১টা থেকে দুপুর ৩টে এবং বিকেল ৭টা থেকে অফিস টাইমের শেষ পর্যন্ত মুম্বাই এবং তার আশেপাশের অঞ্চলে ১৭ অক্টোবরের মধ্যেই সম্পূর্ণভাবে চালু করে দেওয়া হবে। এক্ষেত্রে যাতায়াতের জন্য মহিলাদের কাছে বৈধ টিকিট থাকলেই হবে, আলাদা করে কোন কিউ আর কোড দেখানোর কোন প্রয়োজনীয়তা থাকবে না”। যদিও জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা সারাদিনই ট্রেনে যাতায়াত করতে পারবেন। লোকাল ট্রেনে চাহিদা যেহেতু বাড়বে তাই সে ক্ষেত্রে ট্রেনের ফ্রিকয়েন্সি বাড়ানোর নির্দেশ দিয়েছেন সেক্রেটারি। প্রসঙ্গে জানিয়ে রাখা দরকার মুম্বাইয়ে মেট্রো পরিষেবা ১৯ অক্টোবর অর্থাৎ সোমবার সকাল ৮টায় চালু হবে।