এবার এক হিন্দু পরিবারকে তাদের বাড়ি-ঘর থেকে উচ্ছেদের চেষ্টা করা হলো খাস কলকাতার বুকে। অভিযোগের তির স্থানীয় প্রমোটারদের আশ্রিত দুষ্কৃতীদের দিকে। কার্তিক দাস নামে ৮৫ বছরের এক বৃদ্ধের অভিযোগ, তাকে বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য লাগাতার হুমকি দেওয়া হচ্ছে। তাতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
কার্তিক দাস জানিয়েছেন যে, তাঁর বাড়ি মেটিয়াবুরুজ এলাকার নাদিয়াল থানার অন্তর্গত বদরতলায়। কয়েকপুরুষ তাঁর পরিবার ওই বাড়িতে বাস করে আসছেন। কিন্তু তাঁর অভিযোগ মুমতাজ নামে এক দুষ্কৃতী তাকে বাড়ি থেকে চলে যেতে বলে। তাতে ওই বৃদ্ধ রাজি হননি। বৃদ্ধের অভিযোগ, তারপরেই শুরু হয় অত্যাচার। তাঁর মেয়েকে মারধর করা হয়। পাশাপাশি তাঁর বাড়িতে গরুর মাংস ফেলে দিয়ে যায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। কিন্তু তাতেও তিনি বাড়ি ছেড়ে দিতে রাজি হননি। দুষ্কৃতীদের অত্যাচারেতিনিই এতটাই আতঙ্কিত হয়ে পড়েন যে, পুলিসে অভিযোগ দায়ের করার মতো সাহস জোগাড় করতে পারেননি। এমতবস্থায় বিষয়টি নিয়ে সরব হয়েছে এক সমাজকর্মী। তিনি ওই বৃদ্ধের জন্য সুবিচারের দাবি জানিয়েছেন।