জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে একজন জঙ্গি। অনন্তনাগ জেলার লারনু এলাকার ঘটনা। গুলির লড়াই শেষে ওই জঙ্গির দেহ উদ্ধার করার পাশাপাশি একটি একে-৪৭ রাইফেল উদ্ধার করা হয়েছে। নিহত জঙ্গির নাম ও পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে জম্মু-কাশ্মীর পুলিশ। ভারতীয় সেনাবাহিনী ও জম্মু-কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জম্মু ও কাশ্মীরের বিশেষ সূত্রের খবর পেয়েছিল, অনন্তনাগ জেলার লারনু এলাকায় লুকিয়ে রয়েছে এক থেকে দু’জন জঙ্গি।
বিশেষ সূত্রের পাওয়া সেই খবরের ভিত্তিতে শনিবার সকাল থেকে লারনু এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী ও জম্মু-কাশ্মীর পুলিশ। চারিদিক থেকে ঘিরে ফেলা ওই এলাকা। শুরু হয় গুলির লড়াই, এনকাউন্টারের নিকেশ হয়েছে একজন জঙ্গি। এনকাউন্টারস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি একে-৪৭ রাইফেল।