ঐতিহাসিক এক নির্বাচনের মুখে দাঁড়িয়েছে বিহার। করোনাভাইরাস সংক্রমণের অতিমারির মধ্যে হতে চলেছে এই রাজ্যের ভোট। সেই কারণে নির্বাচন ঘিরে কৌতূহল বাড়ছে।
বিহার বিধানসভার ২৪৩টি আসনের ভোট শুরু হচ্ছে ২৮ অক্টোবর থেকে। সর্বশেষ তৃতীয় দফা ৭ নভেম্বর। ফলাফল ১০ই। ভোট প্রচারে হাওয়া জোরে বইতে শুরু করলেও, আগামী সপ্তাহে এর গতি আরও বাড়বে।
তারকাখচিত প্রচারে যুযুধান দুই শিবির এনডিএ এবং মহাজোটের প্রচারকরদের আনাগোনা শুরু হচ্ছে। এনডিএ শিবিরের হয়ে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারে প্রচার শুরু করছেন ২৩ অক্টোবর থেকে। তাঁর কোটায় পড়েছে ১২টি জনসভা।
বিহার রাজ্য বিজেপি সূত্রে খবর, প্রধানমন্ত্রীর প্রচারের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হচ্ছে। জোট শরিক জেডিউ তরফে ভোট প্রচারের গুরুভার কাঁধে নিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
জেডিইউ সূত্রে খবর, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে একই মঞ্চে প্রচার করবেন মুখ্যমন্ত্রী। বিজেপির তারকা প্রচারকরকদের তালিকায় আসছে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম। তবে এক্ষেত্রে গুরুত্ব বেশি পাচ্ছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
বিহারের প্রতিবেশি রাজ্য উত্তর প্রদেশ। সেখানে বিহারি জনগণের অবস্থান গুরুত্বপূর্ণ। প্রতিদ্বন্দ্বী মহাজোটের শরিক আরজেডি, কংগ্রেস, সিপিআইএমএল, সিপিআই ও সিপিআইএম। এই শিবিরের তীব্র আলেচিত ভোট প্রচারক হিসেবে উঠে এসেছেন তরুন সিপিআই নেতা কানহাইয়া কুমার।
জেনইউ ছাত্রসংসদের প্রাক্তন সভাপতি তথা সর্বভারতীয় বাম নেতা হিসেবে কানহাইয়া আলোচিত। কার্যত তাঁকে লক্ষ্য করেই প্রতিদ্বন্দ্বী এনডিএ যাবতীয় বাক্যবাণ চালাচ্ছে। মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব। তিনিও তারকা প্রচারক। তবে নজর কাটতে শুরু করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী।
আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের স্ত্রী ও তেজস্বী, তেজপ্রতাপের মা তাঁর নিজস্ব বাচনভঙ্গীর কারণে পরিচিত। এনডিএ থেকে বেরিয়ে গিয়েছে লোক জনশক্তি পার্টি। লোজপার তারকা প্রচারক চিরাগ পাসোয়ান ইতিমধ্যেই নজর আসছেন বারবার। তাঁর আক্রমণের লক্ষ্য মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
ভোট প্রচারে আসছেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দলিত নেত্রী মায়াবতী। বিহারের এনডিএ এবং মহাজোটের বাইরে যে তৃতীয় জোট তৈরি হচ্ছে তার তারকা প্রচারক মায়াবতী।
সূত্রের খবর প্রচারে আসবেন কংগ্রেসের রাহুল গান্ধী, প্রিয়াঙ্কার আসার সম্ভাবনা আছে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন মহাজোটের হয়ে প্রচার চালাতে আসবেন।
পাটলিপুত্রের মহারণভূমিতে গরম হচ্ছে নির্বাচনী হাওয়া। সরগরম পাটনা থেকে দিল্লির ভোট মহল।