চীনের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। তাঁর কথায়, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো বন্ধ করুক চীন। ভারতের অরুণাচল প্রদেশ ও লাদাখ নিয়ে চীনের বয়ানবাজিতে বিরক্ত ভারতীয় বিদেশ মন্ত্রক এমনই কড়া ভাষায় জবাব দিলো।
বিদেশ মন্ত্রকের তরফে আরও বলা হয়েছে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল এবং ভবিষ্যতেও থাকবে। বাইরের অন্য কারওর অধিকার ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার। পাশাপাশি চীনকে সতর্কতার সুরে বিদেশ মন্ত্রকের বার্তা, চীন যদি চায় যে অন্য কোনো দেশ তাদের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য না করে, তাহলে চীনের উচিত অন্য কোন দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য না করা।
এর পাশাপাশি অরুণাচল প্রদেশ নিয়েও ভারত তাঁর অবস্থান স্পষ্ট করেছেন। বিদেশ মন্ত্রকের বার্তা, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু বারবার অরুনাচল প্রদেশের কিছু এলাকাকে নিজেদের বলে দাবি করায় যে ভারত বিরক্ত, তা প্রকাশ পেয়েছে বিদেশ মন্ত্রীর কথায়। কারণ লাদাখ ও অরুণাচল প্রদেশে ৪৪টি সেতু উদ্বোধন করায় চীন তাদের বিরক্তি প্রকাশ করেছিল। আর এসব কারণেই চীনকে কড়া বার্তা দিলো ভারত।