‛যোগ’ বিরক্তিকর, তনিষ্ক-এর পর হিন্দু বিরোধী বিজ্ঞাপণ দিলো টাটা ক্লিক

গয়না সংস্থা তনিষ্ক-এর পর আবার একটি সংস্থা হিন্দু বিরোধী বিজ্ঞাপণ দিলো। এবার কাঠগড়ায় সেই টাটা-এর একটি সংস্থা। অনলাইন শপিং সংস্থা ‛টাটা ক্লিক’ তাদের নতুন বিজ্ঞাপনে দেখালো যে, যোগ ও ধ্যান বিরক্তিকর। ওই বিজ্ঞাপনটি সংস্থার ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় ১৪ই অক্টোবর, অর্থাৎ তনিষ্ক বিজ্ঞাপন সরানোর ঠিক দুই দিন পর।

তনিষ্ক নিয়ে যে বিতর্কের সূত্রপাত হয়েছিল সেটাও ছিল টাটার একটি সংস্থা। এবার ‛টাটা ক্লিক’-এর নতুন বিজ্ঞাপনে দেখানো হলো যে যোগ এবং ধ্যান বিরক্তিকর। ‛যোগ’-এর ওপর বোরিং লেবেল মারা হলো। পাশাপাশি দেখানো হলো যে অনলাইনের মাধ্যমে খৃষ্টান বিবাহ অনেক ‛কুল’। কিন্তু একথা সকলের জানা যে, যোগ বর্তমানে পৃথিবীতে অত্যন্ত জনপ্রিয়। সব চেয়ে বড় কথা যোগ গৌরবময় হিন্দু সভত্যার আবিষ্কার। শুধু তাই নয়, রাষ্ট্র সংঘ আন্তর্জাতিক যোগ দিবসকে স্বীকৃতি দিয়েছে। কিন্তু টাটার মতো একটি জনপ্রিয় সংস্থার তরফে এমন বিজ্ঞাপন যা হিন্দু ঐতিহ্যের অপমানকারী, সত্যিই হতাশাজনক। ইতিমধ্যেই নেটিজেনদের অনেকেই এই বিজ্ঞাপনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ক্ষোভ ব্যক্ত করেছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.