আবার দৈনিক সংক্রমনে নতুন রেকর্ড তৈরি হল রাজ্যে। গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৩৭২০জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১৭৯জন। মৃত্যু হয়েছে ৬২ জনের। গতকালের থেকে কমেছে দৈনিক মৃত্যু। এদিকে গতকালের মত আজকেও মোট পরীক্ষিত নমুনার ৮.০১ শতাংশ মানুষের এদিন সংক্রমিত হয়েছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য দফতর বুলেটিন সূত্রে অন্তত খবর এমনটাই।
এখন রাজ্যে সক্রিয় চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যা ৩১হাজার ৯৮৪জন। এই পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩লাখ ৯হাজার ৪১৭জন। রাজ্যে মোট করোনা মুক্ত হয়েছেন ২লাখ ৭১হাজার ৫৬৩জন। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৫৮৭০জনের। এদিকে ফের কমেছে রাজ্যে সুস্থতার হার। এখন রাজ্যে সুস্থতার হার ৮৭.৭৭ শতাংশ।
এদিকে গত ২৪ ঘণ্টায় কলকাতা শহরেও রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন। ৭৮৪ জন নতুন করে আক্রান্ত হয়েছেন কলকাতায়। তাই শহরে মোট কেস বেড়ে দাঁড়িয়েছে ৬৭হাজার ৪৬৬টি। গত ২৪ ঘণ্টায় ৫৩৪জন সুস্থ হয়ে উঠছেন । তাই এখন সুস্থ হওয়ার সংখ্যা মোট ৫৮হাজার ৪১৭জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছে শহরে ১৭জন। তাই এখনও পর্যন্ত কলকাতায় মোট ১৯৪৩জন মারা গেছে করোনা আক্রান্ত হয়ে। বর্তমানে কলকাতায় করনা আক্রান্ত সক্রিয় চিকিৎসাধীন রয়েছেন ৭১০৬জন। এদিকে রাজ্যে সংক্রমনের নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর চব্বিশ পরগনা। ওই জেলায় একদিনে আক্রান্ত হয়েছেন ৭৬৩জন। সুস্থ হয়ে উঠছেন ৫৫৬জন।
এদিনের বুলেটিনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় রাজ্যে ৪২ হাজার ৬৫৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই পর্যন্ত রাজ্যে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৮লাখ ৬১হাজার ৯৫টি। এখন রাজ্যে ৯২টি ল্যাবরেটরীতে নমুনা পরীক্ষা করা হচ্ছে।