পূর্ব লাদাখে চিনা আগ্রাসন রুখতে মরিয়া ভারত। সামরিক সমরসজ্জা বৃদ্ধি করার পাশাপাশি পরিকাঠামোগত উন্নয়নের দিকে নিরন্তন কাজ করে চলেছে কেন্দ্রীয় সরকার। চিন লাগোয়া সীমান্তবর্তী এলাকাগুলিতে যাতে কম সময়ের মধ্যে বিপুল পরিমাণ সেনা এবং সমস্যার মোতায়ন করা যায় সেই লক্ষ্যে সড়কপথে পরিকাঠামোগত উন্নয়ন কে বিশেষ গুরুত্ব দিচ্ছে কেন্দ্র। বৃহস্পতিবার এশিয়ার সবথেকে লম্বা টানেলের কাজ জম্মু-কাশ্মীরের জোজিলা পাসের কাছে শুরু হয়ে গিয়েছে। কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী নীতিন গড়করি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এই কাজের শুভ সূচনা করেন। পাহাড়ি অঞ্চলে টানেল তৈরি করতে গেলে প্রথমে ডিনামাইট দিয়ে পাহাড়ে ব্লাস্ট করাতে হয়। এদিন ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সেই ব্লাস্ট করিয়ে শুভ সূচনা করেন তিনি। এই টানেল লম্বায় ১৪. ১৫ কিলোমিটার। রণনীতিক ভাবে পাকিস্তান সীমান্তের খুব কাছেই টানেল তৈরি করা হচ্ছে। যাতে করে কম সময়ের মধ্যে বিপুল সংখ্যক সেনা সমাবেশ সীমান্তে করা যায়। সারা বছর যে কোন মৌসুমে টানেলকে ব্যবহার করা যাবে।
2020-10-15