ভারতে ৭৩-লক্ষ ছাড়াল করোনা-সংক্রমণ, মৃত্যু বেড়ে ১,১১,২৬৬

কোভিড-১৯ ভাইরাসের প্রকোপে ভারতে মৃত্যু-মিছিল থামছেই না। আক্রান্তের সংখ্যাও প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বাড়তে বাড়তে ভারতে ৭৩-লক্ষ ছাড়িয়ে গেল করোনা-সংক্রমণ। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৭৩,০৭,০৯৮-এ পৌঁছে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় (বুধবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ৬৮০ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬৭,৭০৮ জন। এযাবৎ ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১,১১,২৬৬ জন। ভারতে এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৬৩,৮৩,৪৪২ জন। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৮ লক্ষ ১২ হাজার ৩৯০।


কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত মৃত ১,১১,২৬৬ জনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৫৫ জনের মৃত্যু হয়েছে, অন্ধ্রপ্রদেশে ৬,৩১৯ জনের মৃত্যু হয়েছে, অরুণাচল প্রদেশে ২৯ জন, অসমে ৮৩৪ জন, বিহারে ৯৬৭ জনের, চন্ডীগড়ে ১৯৯ জন, ছত্তিশগড়ে ১৩৩৯ জন, দাদর ও নগর হাভেলি এবং দমন ও দিউতে দু’জনের মৃত্যু হয়েছে, দিল্লিতে মৃত্যু হয়েছে ৫,৮৯৮ জনের, গোয়া ৫১৯ জন, গুজরাটে ৩,৫৯৫ জনের, হরিয়ানায় ১,৬১৪ জনের, হিমাচল প্রদেশে ২৫৫ জনের, জম্মু-কাশ্মীরে ১,৩৫২ জনের, ঝাড়খণ্ডে ৮১১ জনের, কর্ণাটকে ১০,১৯৮ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ১,০৬৬ জন, লাদাখে ৬৪ জন, মধ্যপ্রদেশে ২,৬৮৬ জন, মহারাষ্ট্রে ৪০,৮৫৯ জনের মৃত্যু হয়েছে, মণিপুরে ১০৩ জন, মেঘালয়ে ৭০ জন, নাগাল্যান্ডে ২২ জন, ওডিশায় ১,০৬২ জনের, পুদুচেরিতে ৫৬৮ জন, পঞ্জাবে ৩,৯২৫ জন, রাজস্থানে ১,৬৯৪ জনের, সিকিমে ৫৯ জন, তামিলনাড়ুতে ১,০৪,২৩ জন, তেলেঙ্গানায় ১,২৪৯ জন, ত্রিপুরায় ৩১৯ জন, উত্তরাখণ্ডে ৭৯৬ জন, উত্তর প্রদেশে ৬,৫০৭ জন এবং পশ্চিমবঙ্গে ৫,৮০৮ জন প্রাণ হারিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ভারতে এই মুহূর্তে মৃত্যু হয়েছে ১.৫২ শতাংশ মানুষের, সুস্থ হয়েছেন ৮৭.৩৬ শতাংশ মানুষ এবং চিকিৎসাধীন ১১.১২ শতাংশ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.