বেসরকারি স্কুলগুলিকে ২০ শতাংশ ফি কমাতে হবে। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে, টিউশন ফি ছাড়া অন্য সমস্ত ফি সম্পূর্ণ মকুব করতে হবে। বেসরকারি স্কুলের পড়ুয়াদের স্কুল ফি দিতে প্রতিকূলতার মধ্যে পড়েছেন তাদের অভিভাবকরা। স্কুলের কর্তৃপক্ষের কাছে ফি কমানোর জন্য আবেদন জানিয়েও লাভ না হওয়ায় তাঁরা মামলা করেছিলেন কলকাতা হাইকোর্টে। এদিন মামলার রায় জানাল আদালত।
হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি মৌসুমী ভট্টাচার্য বলেছেন, স্কুলের ২০ শতাংশ ফি মকুব করার পরও বাকি ৮০ শতাংশ ফি দিতে যাঁরা অসুবিধায় পড়বেন, তিন সদস্যের একটি কমিটি তাঁদের আবেদন খতিয়ে দেখবে। আবেদনপত্র খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন কমিটির সদস্যরা। ৩১ ডিসেম্বরের মধ্যে এনিয়ে ,সিদ্ধান্ত নেওয়ার সময়সীমা ঠিক করে দিয়েছে আদালত। লকডাউনের বেসরকারি স্কুলগুলির কাছে ফি মকুবের অনুরোধ করেছিল রাজ্য সরকারও।