আজ, সোমবার নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন৷ সকাল ১১টা থেকে শুরু হবে বৈঠক৷ বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে ও বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েকের সঙ্গে তাঁর বৈঠক করার কথা৷ এছাড়াও প্রশাসনিক কর্তাদের বৈঠকে ডাকা হয়েছে বলে জানা গিয়েছে৷বোঝাবেন গণনা প্রক্রিয়া৷

রবিবার রাতেই শহরে এসেছেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন৷ সোমবার ম্যারাথন বৈঠক করবেন তিনি৷প্রথম দফার বৈঠক সকাল ১১টা থেকে দুপুর ১টা অবধি চলবে। দ্বিতীয় দফার বৈঠক শুরু হবে দুপুর তিনটে থেকে। প্রথম দফার বৈঠকে বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে ও বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েকের থাকার কথা৷

সুদীপ জৈন

দ্বিতীয় দফার বৈঠকে উপস্থিত থাকবেন পঞ্চম দফা অবধি ভোটে কর্তব্যরত সমস্ত রিটার্নিং অফিসার, পুলিশ সুপার, পুলিশ কমিশনার, আইজি ,ডিআইজি, পর্যবেক্ষক, পুলিশ পর্যবেক্ষক-সহ রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরের ১০ আধিকারিক। বেঙ্গল চেম্বার অফ কমার্সের কনফারেন্স হলের মধ্যে তৈরি করা হচ্ছে একটি ডামি গণনা কেন্দ্র।

এবার ইভিএম-এর পাশাপাশি গণনা হবে ভিভিপ্যাট-এও। সেটি ভোটকর্মীদের কাছে নতুন একটি বিষয়। প্রশিক্ষণ দিতেই তাঁর কলকাতায় আসা বলে সূত্রের খবর। তবে, সংশ্লিষ্ট মহল জানাচ্ছে শুধুমাত্র গণনা নয়, সপ্তম দফার ন’টি কেন্দ্রের নির্বাচন নিয়েও কথা বলবেন তিনি৷ দিতে পারেন প্রয়োজনীয় নির্দেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.