প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ধর্মনিরপেক্ষতা নিয়ে বিরোধীদের প্রশ্ন করে বলেন, ‘যেই সাংসদ, বিধায়ক নিজেদের ধর্মনিরপেক্ষ বলেন। তাঁরা কি কখনো কোন মুসলিমকে নেতৃত্ব দিয়েছে?” ইংরেজি সংবাদ মাধ্যম The Indian Express এ দেওয়া একটি সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) জিজ্ঞাসা করা হয়, ‘ মুসলিম সমাজের অনেকেই ভাবে যে তাঁদের এবার রাষ্ট্রভক্তির পরীক্ষা দিতে হবে। নির্বাচনী প্রচারে আমরা তাঁদের মধ্যে অনেকজনকেই দখেছি তাঁদের মনে একটু হলেও শঙ্কা আছে। তাঁদের অভিযোগ যে, দেশে তাঁদের অংশিদ্বারিত্ব নেই।”
এই প্রশ্নের উত্তর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বলেন, ‘এই পরিস্থিতি তাঁদের দ্বারা সৃষ্টি যারা ভোট ব্যাংকের রাজনীতি করে। তাঁদের ভোট ব্যাংকের মত ব্যাবহার করে মেইনস্ট্রিমে আনেনি সেইসব স্বঘোষিত ধর্মনিরপেক্ষরা। ওঁরা কেন প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল কালামকে নিজের মনে করেনা? এই প্রশ্ন ওদের করা উচিৎ। ওরা সানিয়া মির্জাকে নিজের মনে করেনা। ওরা ১৯৬৫ এর যুদ্ধের নায়ক আবদুল হামিদকে নিজের কেন মনে করেনা? এই প্রশ্ন গুলো ওদের জিজ্ঞাসা করা উচিৎ। এটা কি আমাদের কাজ না, যে আমরা ওদের শিক্ষিত করি? যেসব সাংসদ/বিধায়ক নিজেদের সেকুল্যার বলে, তাঁরা কখনো কোন মুসলিমদের হাতে নেতৃত্ব তুলে দিয়েছে কি?”
প্রধানমন্ত্রী বলেন, ‘রাহুল গান্ধী (Rahul Gandhi) কংগেস সভাপতি। ওই পদ কি কোন মুসলিমকে দেওয়া যেত না?” প্রধানমন্ত্রী বলেন, ‘ দলিত/আদিবাসীদের কথা বলি, আমি এটা মানি যে দলিত/আদিবাসী/ মুসলিমদের কেন সভাপতি বানানো হবেনা? রাজনীতিতে সবকিছু হয়। সংবাদমাধ্যমে মুসলিমদের কেন মুখ্য বানানো হয়না। আপনারও এরকম কেন করে রেখছেন? এটার জন্য আমি দায়ি? আমি তো এই এলাম।”
প্রধানমন্ত্রী বলেন, আমরা রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামকে দ্বিতীয়বার রাষ্ট্রপতি হওয়ার জন্য অনুরোধ করেছিলাম। আবদুল কালামের মধ্যে কোন ভুল ছিল কি? আমার মতে ওনাকে সবার সহমতিতে আরেকবার রাষ্ট্রপতি বানানো উচিৎ ছিল, কিন্তু সেটা ওঁরা হতে দেয়নি।