ভারতের হাতে অত্যাধুনিক যুদ্ধবিমান রাফাল আসার পর ঘুম ছুটেছে পাকিস্তানের।সমর সম্ভারের দিক থেকে পাকিস্তানের থেকে অনেক এগিয়ে ভারতের বায়ুসেনা। ফ্রান্স থেকে আসা অত্যাধুনিক ৪.৫ প্রজন্মের জেট যুদ্ধবিমান ভারতের হাতে আসার পর হামলার আশঙ্কা করছে পাকিস্তানি বায়ুসেনা।এই কথা খোদ স্বীকার করে নিয়েছেন সে দেশের বায়ুসেনার এয়ার মার্শাল তথা পাকিস্তানি ইয়ার ইউনিভার্সিটি চ্যান্সেলর মুজাহিদ আনোয়ার খান। এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানিয়েছেন, আগামী দিনে পাকিস্তানে থাকা বিভিন্ন লক্ষ্যের উপর আঘাত হানতে পারে ভারতীয় বায়ুসেনা। এর জন্য পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে অনেক গভীরে ঢুকে পড়তে পারে ভারত। মিটউর ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম রাফাল যুদ্ধবিমান হাতে আসার পর ভারত আক্রমণাত্মক রণনীতি পাকিস্তানের বিরুদ্ধে তৈরি করে চলেছে।ভারত এখন কাশ্মীর ছাড়াও আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকাগুলোতে সামরিক কর্মসূচি বাড়িয়ে তুলবে।সেন্টার ফর ইয়ার স্পেস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা জানিয়েছিলেন বায়ুসেনা প্রধান। তার বক্তব্য থেকে স্পষ্ট যে ভারতীয় বায়ুসেনার সাম্প্রতিক সময়ে শক্তি বৃদ্ধির ফলে চিন্তার ভাঁজ বেড়েছে ইসলামাবাদের কর্তাদের কপালে। তিনি দাবি করেছেন যে আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে এই হামলা চালাবে ভারত।পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে ভারত পাঁচ কিলোমিটার ভেতরে ঢুকে এসে হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বায়ুসেনা প্রধান। উল্লেখ করা যেতে পারে, দক্ষিণ এশিয়ার সামরিক ক্ষেত্রে রাফাল যুদ্ধবিমান যে নির্ণায়ক ভূমিকা পালন করবে তাই এর আগে একাধিকবার দাবি করে এসেছে ভারতীয় বায়ুসেনা। পাকিস্তানি বায়ুসেনার তুলনায় নিজেদের পরাক্রম ক্রমাগত প্রমাণ করেছে ভারত।
2020-10-12