প্রয়াত হলেন প্রখ্যাত সঙ্গীত পরিচালক রাজন। রবিবার রাতে বেঙ্গালুরুতে নিজ বাসভবনেই হৃদরোগে আক্রান্ত হন সঙ্গীত পরিচালক রাজন, অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে সঙ্গীত পরিচালকের বয়স হয়েছিল ৮৭ বছর। পরিবার সূত্রের খবর, সুস্থ ছিলেন সঙ্গীত পরিচাল রাজন, শনিবার গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছিল। এরপর রবিবার রাতে বাড়িতেই হৃদরোগে আক্রণ হন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। রাত এগারোটা নাগাদ চিকিৎসকরা জানান, তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন।
সঙ্গীত পরিচালক রাজনের দাদা হলেন নগেন্দ্র। ২০০০ সালের নভেম্বর মাসে প্রয়াত হয়েছিলেন নগেন্দ্র। রাজন বেহালাবাদক ছিলেন এবং তাঁর দাদা ছিলেন জল তারাংয়ে দক্ষ। ১৯৫০ থেকে ১৯৯০ সালের শুরু পর্যন্ত প্রায় ৪০০টি ছবির জন্য গান রচনা করেছিলেন এই দু’জন। কন্নড়, তামিল, তেলেগু, মালায়লাম প্রভৃতি ভাষায় গান রচনা করেছিলেন তাঁরা।