করোনাভাইরাস পরিস্থিতির জেরে গত ১৩ সেপ্টেম্বরের পরীক্ষায় যে সমস্ত নিট পরীক্ষার্থীরা অংশ নিতে পারেননি, আগামী ১৪ অক্টোবর তাঁদের জন্য বিশেষ পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। কোভিড-সুরক্ষা বিধি মেনে সেপ্টেম্বর মাসে পরীক্ষা অনুষ্ঠিত হলেও কনটেনমেন্ট জোনের ভিতর থাকা অংসখ্য পরীক্ষার্থী পরীক্ষা দিতে যেতে পারেননি। পর্যাপ্ত পরিবহণ ব্যবস্থার অভাবেও অনেকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেননি। সুপ্রিম কোর্টের নির্দেশের পরই তাঁদের জন্যই বিশেষ পরীক্ষার আয়োজন করছে এনটিএ।
গত ১৩ সেপ্টেম্বর পরীক্ষা কেন্দ্রে গিয়ে যাঁরা পরীক্ষা দিতে পারেননি, তাঁরা ফের পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। এছাড়াও আগামী ১৬ অক্টোবর (শুক্রবার) প্রকাশিত হবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরিচালিত ন্যাশনাল এলিজিবিলিটি কাম এনট্রান্স টেস্টের ফল।