উত্তরপ্রদেশে এখন সরকারের যে সমাজ উপযোগী কাজ নিয়ে কলরব উঠেছে সেটি হলো দুদিন আগে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উদ্বোধন করা রাজ্যের বৃহত্তম অক্সিজেন প্লান্ট।গাজিয়াবাদের মোদীনগরে এই অক্সিজেন প্ল্যান্টটি অবস্থিত। যেভাবে পাল্লা দিয়ে কোভিড রোগীর সংখ্যা বাড়ছে তাতে অক্সিজেনের চাহিদা এখন আকাশছোঁয়া উত্তরপ্রদেশে। যোগী আদিত্যনাথ জানিয়েছেন, এবার অক্সিজেনের জন্য উত্তরপ্রদেশে আর কোনো অসুবিধা হবে না। কোভিড ১৯ হাসপাতালে এবার সহজেই অক্সিজেন যোগান দেওয়া যাবে এই প্লান্টের মাধ্যমে। অক্সিজেনের চাহিদা এবং যোগানের মধ্যে সামঞ্জস্য বজায় রাখবে এই প্লান্ট।
এছাড়াও যোগী আদিত্যনাথ খুশির স্বরে জানিয়েছিলেন যে, মধ্য উত্তরপ্রদেশে এই কোম্পানিটি আরেকটি অক্সিজেন প্লান্ট খুলতে চলেছে। আইনক্স এয়ার প্রডাক্টস নামে এই কোম্পানি যে প্লান্টটা তৈরি করেছে তাতে দৈনিক ১৫০ টন লিকুইড অক্সিজেন উৎপাদন করা হবে। ২০১৮ সালের জুলাই মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্ল্যান্টের শিলান্যাস করে গিয়েছিলেন আর তার দু’বছরের মধ্যেই প্লান্টটিতে উৎপাদন শুরু হতে চলেছে।
এছাড়াও এই প্লান্টটিতে হাজার মেট্রিকটন অক্সিজেন মজুত করে রাখা যাবে। রাজ্যের সব মিলিয়ে ২০০টি সরকারি এবং বেসরকারি হাসপাতালে প্লান্ট থেকে অক্সিজেন সরবরাহ করা হবে। তবে শুধু চিকিৎসার কাজে নয়, এই প্লান্ট থেকে অক্সিজেন ফার্মাসিউটিক্যাল, কেমিকাল এবং ইলেকট্রনিক জগতেও ব্যবহার করা যেতে পারে বলে জানা গিয়েছে।