শুরু হয়ে গিয়েছে উৎসবের মরসুম। সামনে একে একে এখন অনেক উৎসব। নবরাত্রি, দশহরা, দুর্গাপূজা, কালীপুজো, দিওয়ালি, ভাইফোঁটা, ছট পুজো।কিন্তু এই উৎসবের মরসুমে দেশবাসীকে করোনা বিধি মেনে চলার আহ্বান করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা: হর্ষবর্ধন। বিধি মেনে না চললে দেশজুড়ে বাড়তে পারে করোনা সংক্রমণ বলে জানিয়েছেন তিনি। রবিবার দিল্লিতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, উৎসবের মরসুমে বিধি মেনে না চললে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে। সকলের জন্য বড় ধরনের বিপদ হয়েছে দেখা দিতে পারে। যে কোন ধর্মেরই ধর্মগুরুরা সাধারণ নাগরিকের জীবনকে বিপন্ন করে তুলবে না।প্যান্ডেলে গিয়ে পুজো করতে কোন ভগবান বলে দেয়নি।শুদ্ধ অন্তঃকরণের মাধ্যমেই ভগবানকে অনুসরণ করা যায়। পরিবারের সঙ্গে বাড়ির মধ্যেই উৎসব উদযাপন করা যায়।প্যান্ডেল বা মেলায় যাওয়ার প্রয়োজন নেই। স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দেশের জনগণকে রক্ষা করা কর্তব্য থেকেই তিনি এই কথা বলেছেন বলে জানিয়েছেন হর্ষবর্ধন।উল্লেখ করা যেতে পারে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা সবমিলিয়ে ছাড়িয়ে গিয়েছে ৭০ লাখের গণ্ডি।বিগত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৭৪৩৮৩, ওই সময়ের মধ্যে নিহত হয়েছে ৯১৮।
2020-10-11