হেমকুন্ড সাহিব লোকপালের দরজা আজ, শনিবার থেকে শীতকালের জন্য বন্ধ হয়ে গেল।চলতি বছরের শেষ অরদাসের সাক্ষী রইল ১৩৫০ পুণ্যার্থী। ‘জো বলে সো নিহাল’ জয়ধ্বনি দিয়ে এদিন দুপুরে ঠিক দেড়টা নাগাদ হেমকুন্ড সাহিবের দরজা শীতকালের জন্য বন্ধ হয়ে যায়।এর সঙ্গে লক্ষণ মন্দির লোকপালের দরজাও শীতকালের জন্য বন্ধ হয়ে গেল।এ বছরের জন্য শেষবারের মতো শিখদের পবিত্র তীর্থক্ষেত্র হেমকুন্ড সাহিবের দরজা বন্ধ হয়ে যাওয়ার প্রক্রিয়া শনিবার সকাল ন’টা থেকে শুরু হয়।শবদ কীর্তন, মুখ বাকের পর দুপুর সাড়ে বারোটা নাগাদ হেমকুন্ড সাহিব গুরুদ্বারের মুখ্যগ্রন্থী ভাই মিলাপ সিং এর মাধ্যমে এ বছরের জন্য শেষবারের মতন অরদাস করেন। পরে বিশ্বকে করোনা মুক্ত করার জন্য প্রার্থনা করা হয়। হেমকুন্ড সাহিবের দরজা বন্ধ হওয়ার উপলক্ষে উপস্থিত ছিলেন হেমকুন্ড সাহিবের ম্যানেজমেন্ট ট্রাস্টের সাধারণ সম্পাদক সর্দার রবিন্দ্র সিং। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে এ বছর করোনার কারণে ৪ সেপ্টেম্বর হেমকুন্ড এর দরজা খুলে দেওয়া হয়েছিল। গত ৩৬ দিনের সাড়ে আট হাজার পুণ্যার্থী এখানে এসেছে।এখানকার পবিত্র কুন্ডের জলে অনেকে স্নান করেছে।করোনা বিধি মেনেই বিগত ৩৬ দিন ধরে পুণ্যার্থীরা এখানে এসেছে।
2020-10-10