পেনশন পুনর্বিন্যাসের আর্জি, অর্থমন্ত্রীকে চিঠি অবসরপ্রাপ্তদের

পেনশনের কাঠামো পুনর্বিন্যাস প্রয়োজন। এমনই দাবি তুলেছেন ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মীরা। আর এই মর্মে তাদের দাবির কথা জানিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি দিলেন ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মীরা।
কারণ বর্তমান পরিস্থিতিতে যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে তার সঙ্গে সমতা রাখতে ব্যাংক কর্মীদের পেনশন বা অবসরকালীন ভাতা বৃদ্ধি করা একান্ত জরুরী বলে তারা দাবি করছেন।

অল ইন্ডিয়া ব্যাংক পেনশনার্স অ্যান্ড রিটায়ারিজ কনফেডারেশনের বক্তব্য পেনশন কোন অনুগ্রহ নয় এটা অধিকার। ‌ তাই ব্যাংকের অবসরপ্রাপ্ত এবং তাদের পরিবারের পেনশন দেওয়ার মূলনীতি মানতে হবে। অথচ দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন আপডেশন।
এক্ষেত্রে যারা আগে অবসর নিয়েছেন তারা তুলনায় বেশি বঞ্চিত হচ্ছেন। বারবার বলা সত্ত্বেও সরকার কোন পদক্ষেপ নিচ্ছে না। সরকারের দৃষ্টি আকর্ষণ করতেই অর্থমন্ত্রীকে চিঠি দেওয়া হল বলে জানানো হয়েছে।

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য পে কমিশনের সুপারিশ এবং ফর্মুলা অনুযায়ী রিজার্ভ ব্যাংক এবং নাবার্ডের পেনশন কাঠামো পুনর্বিন্যাস হয়েছে। কিন্তু এখনো বাকি রয়ে গিয়েছে অন্যান্য ব্যাংকের অবসরপ্রাপ্তদের বিষয়টি। বারবার এই বিষয় দাবি তোলা হলেও সরকার নানা অজুহাতে তা এড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ এই সংগঠনের।

এই বিষয়ে সংগঠনের বক্তব্য, পেনশন কখনও ব্যাংকের লাভ-ক্ষতির উপরে নির্ভর করে না। এর জন্য আলাদা করে একটা তহবিল রয়েছে ব্যাংকের। তবুও ব্যাংক কর্তৃপক্ষ ক্রমাগত পেনশন দেওয়ার মতো হাতে অর্থ নেই বলে দাবি করছেন। যা এই সংগঠনের কাছে যুক্তিহীন হাস্যকর বলে মনে হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.