করোনা মোকাবিলায় সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পরীক্ষা করে তা নির্ধারণ করা। এক্ষেত্রে আগের তুলনায় অনেক উন্নতি করেছে ভারত। বিগত ২৪ ঘন্টায় গোটা দেশে করোনা নির্ধারণের জন্য পরীক্ষা হয়েছে ১১ লক্ষ ৯৪ হাজার ৩২১। এখনো পর্যন্ত গোটা দেশজুড়ে সব মিলিয়ে পরীক্ষা হয়েছে ৮, ৩৪, ৬৫, ৯৭৫। দেশজুড়ে প্রতি ১০ লক্ষে ৮৬৫ পরীক্ষা করা হয়েছে। দেশের সাতটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে আক্রান্তের হার পাঁচ শতাংশ কম।অন্যদিকে ২২ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের আক্রান্তের হার জাতীয় স্তরের হার থেকে কম। কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে রাষ্ট্রসঙ্ঘের নির্ধারিত পরীক্ষা করানোর দিশা নির্দেশ প্রতি ১০ লাখে ১৪০। ভারত সেই সীমান্ত পেরিয়ে গিয়ে প্রতি ১০ লাখে পরীক্ষার করে চলেছে ৮৬৫। বিগত ২৪ ঘন্টায় গোটা দেশের সুস্থ হয়ে উঠেছে ৮৩, ০১১। বিগত তিন সপ্তাহ ধরে আক্রান্তের হার কমতে শুরু করেছে গোটা দেশে।আক্রান্তের হার কমে দাঁড়িয়েছে ৮.১৯ শতাংশে।
2020-10-08