বায়ুসেনার আজ ৮৮তম প্রতিষ্ঠা দিবস, কিছুক্ষণের মধ্যেই আকাশে গর্জন করবে রাফায়েল

 আজ বায়ুসেনার ৮৮ তম প্রতিষ্ঠা দিবস। ১৯৩২ সালে আজকের দিনেই পথ চলা শুরু করেছিল ভারতীয় বায়ুসেনা। প্রতি বছরের মতো এবারও দিল্লি সংলগ্ন গাজিয়াবাদের হিন্ডন এয়ারবাসে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে অংশ নেবে বায়ুসেনার যুদ্ধবিমানগুলি।

তবে এবারে এই অনুষ্ঠানের মধ্যমণি হিসেবে থাকছে রাফায়েল। এছাড়াও চিনুক ও অ্যাপাচি হেলিকপ্টারও উড়ান নেবে আকাশে।

উল্লেখ্য, চলতি বছরে ৮৮তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করছে বায়ুসেনা। বর্তমানে এটা এমন সময় যখন, বায়ুসেনায় ঘটছে নানান পরিবর্তন। সম্প্রতি ভারতীয় বিমান বাহিনীতে যোগ দিয়েছে রাফায়েল যুদ্ধ বিমান। এই ফাইটার জেট সম্পর্কে এয়ারচিফ মার্শাল আরকেএস ভাদৌড়িয়া জানিয়েছেন, রাফায়েলের আগমনে বায়ুসেনার অনেক উপকার হবে। এরফলে দ্রুত অনেক কাজ করা যাবে বলে জানিয়েছেন তিনি।

একদিকে যখন LAC সীমান্তে চিনের সঙ্গে যখন উত্তেজক পরিস্থিতি রয়েছে। তারমধ্যেই ভারতীয় বায়ুসেনায় যোগ দেয় রাফায়েল যুদ্ধবিমান। সম্প্রতি লেহ-লাদাখের আকাশেও উড়েছিল এই ফাইটার জেট। এখন পর্যন্ত ভারত থেকে মাত্র পাঁচটি রাফায়েল পেয়েছে ভারতীয় বাহিনী। পরের দুই থেকে তিন বছরে এই সংখ্যা পৌঁছে যাবে মোট ৩৬ টিতে। ২০২১ সালের মধ্যে এই সমস্ত জেট ভারতের হাতে এসে যাবে বলে মনে করা হচ্ছে।

রাফায়েলের অন্যতম বৈশিষ্ট্য হল এটি শত্রুদেশে প্রবেশ না করেই ৬০০ কিমি দূর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত হেনে তা গুঁড়িয়ে দিতে পারে। এছাড়া এই বিমান অত্যাধুনিক প্রযুক্তির দিক দিয়েও উন্নত, যা চাপে রেখেছে চিন-পাকিস্তানকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.