উত্তর-পূর্বাঞ্চলের দুই রাজ্য আজ ভূমিকম্পে কেঁপে উঠেছে। বুধবার ভোরের দিকে মণিপুরে এবং সকাল ১১টা ৫০ মিনিটে অরুণাচল প্রদেশে ভূকম্প অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজির রিপোর্ট অনুযায়ী, মণিপুরের উখরুলে ভোর রাত ৩টা ৩২ মিনিটে ভূমিকম্প হয়েছে। তেমনি সকাল ১১টা ৫০ মিনিটে অরুণাচল প্রদেশের পেঞ্জিনেও অনুভূত হয়েছে ভূমিকম্প।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি-র রিপোর্ট জানিয়েছে, মণিপুরের উখরুলে ভূমিকম্পে রিখটার স্ক্যালে তীব্রতা ছিল ৪.৩। উখরুলের শিরুই থেকে ২২ কিমি উত্তরে ভূগর্ভের ১০ কিমি গভীরে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। এদিকে অরুণাচল প্রদেশের পেঞ্জিনে রিখটার স্ক্যালে তীব্রতা ৪.৬ রেকর্ড হয়েছে। পেঞ্জিন থেকে ৯৫৯ কিমি উত্তরে ভূগর্ভের ১০ কিমি গভীরে ওই কম্পনের উৎপত্তি হয়েছে। তবে, এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
প্রসঙ্গত, উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে ঘন ঘন ভূকম্প হচ্ছে। মণিপুর এবং অরুণাচল প্রদেশে গত কয়েক মাসে একাধিকবার ভূকম্প অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজির রিপোর্ট অনুযায়ী, মণিপুরে গত ১১ মে, ২৫ মে, ২৮ জুন, ৭ আগস্ট, ১১ অগাস্ট এবং ৩১ আগস্ট ভূমিকম্প হয়েছে। তেমনি অরুণাচল প্রদেশে গত ৭ এপ্রিল, ১৭ এপ্রিল, ১৭ মে, ৩০ জুলাই এবং ১২ আগস্ট ভূমিকম্প হয়েছে। এছাড়া, মিজোরাম এবং অসমেও একাধিকবার ভূমিকম্প হয়েছে।