নবান্ন অভিযান রুখতে হাওড়ার পাঁচটি পয়েন্টে ব্যারিকেড করেছে পুলিশ। সাঁতরাগাছি্, হাওড়া ময়দান, মল্লিক ফটক, ফোরশোর রোড ও কাজিপাড়ায় কয়েক দফায় ব্যারিকেড করে দিয়েছে পুলিশ। বিশাল পুলিশ বাহিনী, র্যাফ ও কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছে। রাখা হয়েছে জলকামান। দ্বিতীয় হুগলি সেতুতে ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত গাড়ির।
বিজেপির নবান্ন অভিযান ঘিরে কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হল গোটা হাওড়া চত্বরকে। বুধবার রাত থেকেই দলে দলে বিজেপি সমর্থক বিভিন্ন জেলা থেকে হাওড়ার দিকে রওনা হন। বৃহস্পতিবার ভোর থেকেও জারি রয়েছে সেই তৎপরতা। অন্যদিকে তাদের রুখতে পুলিশের প্রস্তুতিও তুঙ্গে।
নবান্ন অভিযান রুখতে হাওড়ার পাঁচটি পয়েন্টে ব্যারিকেড করেছে পুলিশ। সাঁতরাগাছি্, হাওড়া ময়দান, মল্লিক ফটক, ফোরশোর রোড ও কাজিপাড়ায় কয়েক দফায় ব্যারিকেড করে দিয়েছে পুলিশ। বিশাল পুলিশ বাহিনী, র্যাফ ও কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছে। রাখা হয়েছে জলকামান। দ্বিতীয় হুগলি সেতুতে ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত গাড়ির। হেস্টিংস এর দিক থেকে দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার পথে তৈরি হয়েছে একাধিক ব্যরিকেড। পিটিএসের সামনে বসানো হয়েছে জলকামান।
সাঁতরাগাছির দিক থেকেও ব্রিজে ওঠার মুখেও বাঁশ ও অ্যালুমিনিয়মের কয়েক দফা ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে পুলিশ। বেলা গড়াতেই সর্বত্র পজিশন নিচ্ছে পুলিশ। উপস্থিত রয়েছেন পদস্থ পুলিশকর্তারা।
এ দিকে বিজেপি যুব মোর্চার নবান্ন অভিযানে বাধা দেওয়ার অভিযোগে বিজেপি কর্মীরা রাস্তা অবরোধ শুরু করে ডানকুনিতে। নবান্ন অভিযানে সামিল হতে আসা বিজেপি সমর্থকদের গাড়ি আটকে দেয় পুলিশ। এরই প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন বিজেপির কর্মী সমর্থকরা। হুগলির আরামবাগ, গুরাপ, ধনিয়াখালি, চুঁচুড়া, পান্ডুয়া বলাগড় সহ বিভিন্ন জায়গা থেকে বিজেপি কর্মীরা দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে ধরে নবান্নের দিকে রওনা দেন। ডানকুনিতে তাঁদের র্যালি আটকায় পুলিশ। এরপরেই সেখানে পথ অবরোধ করেন তাঁরা। আধঘণ্টা পরে লাঠিচার্জ করে অবরোধ তুলে দেয় পুলিশ।
কাল থেকেই ডানকুনি দিল্লি রোড ও দুর্গাপুর হাইওয়েতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। বিজেপি কর্মীদের অবরোধের জেরে তীব্র যানজটেরও সৃষ্টি হয়েছে ডানকুনিতে।