মোদীর সঙ্গে কি যোগাযোগ করতে চান, রইল তাঁর ফোন নম্বর

২০ বছর আগে নিজের রাজনৈতিক পথ চলা শুরু করেছিলেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদী। ১৯৫০ সালের ১৭ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করা এই রাজনৈতিক ব্যক্তিত্ব খুব কম সময়ের মধ্যেই নিজের ক্যারিশমা দিয়ে উন্নতির শিখরে পৌঁছন।

২০০১ সালে তিনি গুজরাতের মুখ্যমন্ত্রী হন। তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। ১২ বছর ২২৭ দিন গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন নরেন্দ্র মোদী। ২০০১ থেকে ২০১৪ পর্যন্ত ছিল তাঁর মুখ্যমন্ত্রীত্বের সময়কাল। এরপরে ২০১৪ সালে প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হন তিনি। ২০১৯ সালে ফের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হন নরেন্দ্র মোদী।

ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে যোগাযোগ করতে চান। এবার রইল তাঁর ফোন নম্বর, ইমেল অ্যাড্রেস ও অন্যান্য যোগাযোগের মাধ্যম। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে যোগাযোগের নম্বর। যদি প্রধানমন্ত্রীর বাসভাবন বা তাঁর অফিসে ফোন করতে চান তবে ডায়াল করতে হবে এই নম্বরগুলি।

PMO: +91-11-23012312

PMO Fax: +91-11-23019545, 23016857

PMO helpline: +91-1800-110-031

মনে রাখা দরকার প্রধানমন্ত্রীর দফতর প্রচুর অভিযোগ জমা করে। বিভিন্ন মন্ত্রকে সংশ্লিষ্ট অভিযোগ পাঠিয়ে দেওয়া হয়। সেই অভিযোগের সম্পর্কে জানতে ডায়াল করতে হবে 011-23386447.
প্রধানমন্ত্রী মোদীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট

মোদী সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় এক রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি এই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ভূমিকায় থাকেন। তবে তাঁর ট্যুইটের জবাব তিনি নিজে দেন না। তার জন্য বিশেষ টিম রয়েছে।

তাঁর ভেরিফায়েড সোশ্যাল অ্যাকাউন্টগুলি হল

YouTube: https://www.youtube.com/user/narendramodi

Facebook: https://facebook.com/narendramodi

Twitter: https://twitter.com/narendramodihttps://9a9b82b17ab9822379f9e3a9cca11a5d.safeframe.googlesyndication.com/safeframe/1-0-37/html/container.html

নিজের ট্যুইটে প্রধানমন্ত্রীকে ট্যাগ করতে চাইলে রয়েছে দুটি হ্যান্ডেল। @narendramodi অথবা @PMOIndia

Instagram: https://instagram.com/narendramodi

প্রধানমন্ত্রী মোদীর ই মেল আইডি: প্রধানমন্ত্রীর দফতরে মেল পাঠাতে পারেন। [email protected]। এই মেল আইডিতে মেল করতে হবে নিজের সমস্যার কথা জানিয়ে। তবে অভিযোগ জানানোর জন্য রয়েছে

https://www.mygov.in/home/61/discuss/
প্রধানমন্ত্রী মোদীকে চিঠিও পাঠাতে পারেন। তাঁর ঠিকানা: Prime Minister Office, South Block, New Delhi, Pin Code – 110011।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.