গত ২২ সেপ্টেম্বর কলকাতা পুরসভা জানিয়েছিল, শহরে কন্টেইনমেন্ট জোনের সংখ্যা চার৷ এবার ৬ অক্টোবর পুরসভা ফের বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল,কলকাতার শুধু বালিগঞ্জের একটি এলাকা কন্টেইনমেন্ট জোনের তালিকায় রয়েছে৷
কলকাতা পুরসভা সুত্রে জানা গিয়েছে, নতুন কন্টেইনমেন্ট জোনের তালিকায় রয়েছে,বালিগঞ্জের একটি এলাকা৷ এটি কলকাতা পুরসভার ৮ নম্বর বোরোর ৬৯ নম্বর ওয়ার্ডের ২২/১ বালিগঞ্জ সার্কুলার রোড (only 1st Floor)৷ এখানকারও একটি ফ্লাট কমপ্লেক্স এলাকায় সংক্রমণ রয়েছে৷
এর আগে শহরে কন্টেইনমেন্ট জোনের সংখ্যা তিন থেকে বেড়ে চার হয়েছিল৷ তার আগে এক থেকে বেড়ে তিন হয়েছিল৷ কন্টেইনমেন্ট জোন ফের বাড়তে থাকায় উদ্বেগ বাড়ছিল শহরবাসীর৷ সেখান থেকে এখন কিছুটা স্বস্তি৷ যদিও পুজোর মুখে চোখ রাঙাচ্ছে করোনা৷
এক সময় কলকাতা পুর এলাকায় কন্টেইনমেন্ট জোনের সংখ্যা বাড়তে বাড়তে ৩৯ এ পৌঁছে গিয়েছিল৷ অনেক এলাকায় কার্যত ঘরবন্দি ছিলেন শহরবাসী৷ সেখান থেকে ধীরে ধীরে তারা মুক্ত হন৷ কারণ কন্টেইনমেন্ট জোনের সংখ্যা কমতে কমতে মাত্র একটিতে এসেছিল৷ ফের সেই সংখ্যাটা বাড়তে শুরু করে৷ এক থেকে চার৷ এবার চার থেকে ফের একে নেমে এল কন্টেইনমেন্ট জোনের সংখ্যা৷
নতুন তালিকা থেকে বাদ গিয়েছে কলকাতা পুরসভার ৮ নম্বর বোরোর ৬৯ নম্বর ওয়ার্ডের বালিগঞ্জের ৪, কুইন্স পার্ক৷ এছাড়া ৮৭ নম্বর ওয়ার্ডের টালিগঞ্জের ১৩৫সি,এস পি মুখার্জি রোড৷ এবং ৮৭ নম্বর ওয়ার্ডের ২৭,ড: শরৎ ব্যানার্জি রোড৷
এছাড়া কলকাতা পুরসভার ১৬ নম্বর বোরোর ১২৬ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম পল্লী শখের বাজার এলাকা৷ এখানকার ৫৬/১৩ থেকে ৫৬/১৯ ক্ষুদিরাম পল্লী,মনসাতলার একটি বস্তি এলাকা৷
এদিকে মঙ্গলবারে রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে কলকাতায় ১৬ জনের মৃত্যু৷ ফলে এই পর্যন্ত কলকাতায় করোনায় মোট মৃত্যু হয়েছে ১,৭৯৯ জনের৷
গত ২৪ ঘন্টায় কলকাতায় ৭৪২ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ ফলে এই পর্যন্ত শহরে মোট করোনা আক্রান্ত ৬০ হাজার ৬০৮ জন৷ যদিও কলকাতায় একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৫৩০ জন৷ সব মিলিয়ে শহরে মোট ৫২ হাজার ৭৬৬ জন সুস্থ হয়ে উঠেছেন৷ এছাড়া অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা বেড়ে ৬,০৪৩ জন৷