যা পরিস্থিতি তাতে গোটা বিশ্বে প্রতি ১০ জনে একজন করে করোনা আক্রান্ত। সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার এমনই ইঙ্গিত দিয়েছে। অর্থাৎ নিশ্চিতভাবে করোণা আক্রান্তের যে সংখ্যা বলা হয়েছে তার ২০ গুন আক্রান্ত। এর ফলে আগামী দিনগুলি খুবই কঠিন বলে সতর্ক করা হয়েছে।
ডক্টর মাইকেল রেয়ন বিশ্ব স্বাস্থ্য সংস্থার৩৪ সদস্যের এগজিকিউটিভ বোর্ডে বক্তব্য রাখতে গিয়ে জানান, করোনার দিকে নজর দিয়ে শহর থেকে গ্রামে বিভিন্ন ধরনের গোষ্ঠীকে দেখতে গিয়ে লক্ষ্য করা গিয়েছে গোটা বিশ্বের বেশিরভাগই ঝুঁকির মুখোমুখি । তিনি জানান, অতি মহামারী চললেও সরঞ্জাম রয়েছে এই সংক্রমণ আটকানোর এবং প্রাণ বাঁচানোর।
মাইকেল রেয়ন জানান দক্ষিণ পূর্ব এশিয়া করোনা আক্রান্ত বেড়েছে, ইউরোপে মৃত্যুর সংখ্যা বেড়েছে। তুলনায় আফ্রিকা এবং পশ্চিম প্যাসিফিক অঞ্চলের অবস্থাটা কিছুটা ইতিবাচক রয়েছে।
মাইকেল রেয়ন জানান, বর্তমান হিসেবে বিশ্বের জনসংখ্যার ১০ শতাংশ করোনায় আক্রান্ত। বিভিন্ন দেশের উপস্থিত সদস্যরা যারা এই বোর্ডে রয়েছেন তাদের আরো তহবিলের ব্যবস্থা করার কথা তিনি বলেন। বর্তমানে বিশ্বের জনসংখ্যা ৭.৬ বিলিয়ান ধরে হিসেবে করে দেখা গিয়েছে ৭৬০ মিলিয়নের উপর লোক আক্রান্ত যেখানে গোটা বিশ্বে নিশ্চিত আক্রান্ত ধরা হয়েছিল ৩৫ মিলিয়ন। বিশেষজ্ঞদের ধারণা, নিশ্চিত করোনা আক্রান্তের যে সংখ্যা পাওয়া যাচ্ছে তা প্রকৃত সংখ্যার থেকে অনেক কম করে দেখানো হচ্ছে।