অবশেষে সত্যিই দেশে করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হওয়ার ইঙ্গিত মিলছে। লাগাতার কমছে দৈনিক সংক্রমণ। একটা সময় যে দৈনিক আক্রান্তের সংখ্যাটা এক লক্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছিল, সেটাই আজ কমতে কমতে ৬০ হাজারের কাছে পৌঁছে গিয়েছে। এদিকে সংক্রমণ কমলেও সুস্থতার হার খুব একটা কমছে না। ফলে, ক্রমাগত কমছে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা। যা রীতিমতো আশার আলো দেখাচ্ছে স্বাস্থ্যমন্ত্রককে।
মঙ্গলবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৬১ হাজার ২৬৭ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা গতকালের থেকে প্রায় ১৩ হাজার কম। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ লক্ষ ৮৫ হাজার ৮৩ জন। আক্রান্তের পাশাপাশি ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যাটাও আগের তুলনায় কমেছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৮৮৪ জনের। ফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ৩ হাজার ৫৬৯ জন।
অন্যদিকে আরও স্বস্তির খবর হল, দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন প্রায় ৭৫ হাজার মানুষ। অর্থাৎ আক্রান্তের তুলনায় অনেকটা বেশি সুস্থ রোগীর সংখ্যা। এই মুহূর্তে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা ৫৬ লক্ষ ৬২ হাজার ৪৯১ জন। সক্রিয় রোগীর সংখ্যা ৯ লক্ষ ১৯ হাজার ২৩ জন। যা আগের দিনের তুলনায় অনেকটা কমেছে। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ১১ লক্ষের কাছাকাছি।