শ্রীনগরের উপকন্ঠে জঙ্গি হামলায় মৃত দু’জন জওয়ান, আহত ৩ জন

সন্ত্রাসবাদী হামলায় ফের রক্ত ঝরল কাশ্মীরে। সোমবার শ্রীনগর জেলার উপকণ্ঠে পাম্পোরে এলাকায় জঙ্গি হামলায় শহিদ হয়েছেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর দু’জন জওয়ান। এছাড়াও ৩ জন সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন। সোমবার পাম্পোরে এলাকার তাঙ্গান বাইপাসের কাছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স-এর ১১০ ব্যাটালিয়নের রোড ওপেনিং পার্টিতে হামলা চালায় সন্ত্রাসীরা। হামলা চালানোর পরই জঙ্গিরা পালিয়ে যায়।


সন্ত্রাসী হামলায় জখম হয়েছিলেন সিআরপিএফ-এর ৫ জন জওয়ান। তৎক্ষণাৎ তাঁদের উদ্ধার করে শ্রীনগরের ৯২ বেস হাসপাতালে ভর্তি করা হয়। সিআরপিএফ মুখপাত্র জানিয়েছেন, জঙ্গি হামলায় ৫ জনের মধ্যে দু’জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে। জঙ্গিরা পালিয়ে গেলেও, গোটা এলাকা ঘিরে চিরুনি তল্লাশি চালায় সেনাবাহিনীর ৪০ রাষ্ট্রীয় রাইফেলস এবং জম্মু ও কাশ্মীর পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.