মমতা সরকারের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার কেলেঙ্কারি ফাঁস করলেন মুকুল রায়

লোকসভা ভোটের মধ্যে মমত সরকারের বিরুদ্ধে বড়সড় দুর্নীতি ফাঁস করলেন বিজেপি নেতা মুকুল রায় (Mukul Roy)। সারদা নারদা তো আছেই, এবার এর থেকেও বড়সড় দুর্নীতির কথা তুললেন মুকুল রায়। রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই হুহু করে বাড়ছে বিদ্যুতের দাম। সরকারের কোন হুঁশ নেই। এদিকে ২০১০ সালে CESC (Calcutta Electric Supply Corporation) বিদ্যুতের মাশুল বাড়াতে চাইলেও রাজি হয়েছিল না তৎকালীন রাজ্য সরকার। কিন্তু রাজ্যে পরিবর্তনের সরকার আসার পর থেকে যেমন লাগামহীন সন্ত্রাস বৃদ্ধি পেয়েছে, তেমনই লাগামছাড়া ভাবে বেড়ে যায় বিদ্যুতের দাম।

বিজেপি নেতা মুকুল রায় বলেন ৩২ হাজার গ্রাহকের থেকে মাথা পিছু ৪০ হাজার করে টাকা চুরি করেছে CESC ( Calcutta Electric Supply Corporation) ২০১১ থেকে আজ পর্যন্ত এখনো রাজ্যের মানুষের থেকে ১৩ হাজার কোটি টাকা লুট হয়েছে এভাবেই।

মুকুল রায় (Mukul Roy) বলেন বিদ্যুতের দাম ঠিক করে বিদ্যুতের দাম ঠিক করে স্টেট রেগুলেটরি অথরিটি। ২০১৫ সালে বিদ্যুতের দাম বাড়াতে চাইলেও বিদ্যুৎমন্ত্রী মণীশ গুপ্ত জানিয়েছিলেন বিদ্যুতের দাম কমানো দরকার। রেগুলেটরি অথরিটিও রাজি হয়নি। দাম নিয়ে এক মাসের মধ্যে রিপোর্ট চায় সিইএসসির থেকে। এর পরেই রাজ্য সরকার অথরিটিকে অথর্ব করে দেয়। কোনও ক্ষমতাই আর থাকে না। আর সেই সুযোগে বিদ্যুৎ মাসুল বাড়িয়ে দেয় CESC ।”

মুকুল রায় অভিযোগ করে বলেন, CESC কে সুবিধা পাইয়ে দিতেই রাজ্য সরকার অথরিটির থেকে ক্ষমতা কেড়ে নেয়। আর এর চরম মূল্য ভোগ করতে হয় রাজ্যের মানুষ গুলোকে। মুকুল রায় বলেন এই লুটের টাকা সরকার পেয়েছে, না তৃণমূলের কোন বিশেষ ব্যাক্তি পকেটে ঢুকিয়েছে সেটা তদন্ত করে দেখা হোক।

এছাড়াও বিজেপি নেতা মুকুল রায় বলেন, দেশের মধ্যে সবথেকে বেশি দামে বিদ্যুৎ এই রাজ্যেই বিক্রি হয়। কিন্তু বিজেপি ক্ষমতায় এলে, বিদ্যুতের দাম কমানো হবে। পাশাপাশি গ্রাহকদের ক্ষতিপূরণ হিসেবে ৪০ হাজার টাকা করে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.