নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে দেশের অভ্যন্তরীন নীতির সাথে সাথে আন্তর্জাতিক নীতির ক্ষেত্রেও বেশ পরিবর্তন আনা হয়েছে। বিশ্বের যতগুলি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হয়েছে প্রত্যেকটি ভারত প্রথম দেশ যা আতঙ্কবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। বেশ কয়েকটি সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে আতঙ্কবাদের বিরুদ্ধে বিশ্বকে সচেতন ও এক হয়ে কাজ করার ডাক দিয়েছে। এক কথায় আতঙ্কবাদের ক্ষেত্রে ভারত বিশ্বগুরু হিসেব নেতৃত্ব দেওয়ার প্রচেষ্টা করেছে।
সংযুক্ত রাষ্ট্রের প্রমুখ এন্টোনিয় গুটারেশ মঙ্গলবার দিন ভারতের প্রশংসা করেছেন। সংযুক্ত রাষ্ট্র আতঙ্কবাদ দমনের জন্য যে অভিযান চালিয়েছে তাতে ভারতের যোগদানের জন্য এন্টোনিয় গুটারেশ ভারতের প্রশংসা করেছেন। সন্দিগ্ধ আতঙ্কবাদীদের বিরুদ্ধে UN এক বিশেষ অভিযান শুরু করেছে যেখানে ভারত ২৫০,০০০ আমেরিকা ডলার যোগদান দিয়েছে। ভারত প্রথম দেশ যারা আতঙ্কবাদের বিরুদ্ধে মনখুলে সাহায্য করতে এগিয়ে এসেছে। ভারতের দেখা দেখি অন্য দেশগুলিও এখন সামনে এগিয়ে আসতে প্রেরণা পেয়েছে।
এই কারণে সংযুক্ত রাষ্ট্র ভারতের ভূয়সী প্রশংসা করেছে। এর আগে ফণী ঝড়ের হাত থেকে হাজার হাজার মানুষকে রক্ষার জন্য ভারতের প্রশংসা করেছিল সংযুক্ত রাষ্ট্র। ভারত স্যাটেলাইট এর সাহায্য লাগাতার ফণী ঝড়ের উপর নজর রেখেছিল এবং উড়িষ্যার উপকূল এলাকা থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে আনা হয়েছিল। ভারতের এই কাজের প্রশংসা করেছিল সংযুক্ত রাষ্ট্র পরিসর।