হাথরাস
গণধর্ষণ কাণ্ডে উত্তাল গোটা
দেশের রাজনৈতিক মহল। নিগৃহীতার
পরিবারের সঙ্গে দেখা করেছেন
প্রিয়াঙ্কা গান্ধী বডরা এবং
রাহুল গান্ধী। শনিবার
রাতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তদন্তের
আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
কিন্তু এতেও সন্তুষ্ট নয়
উত্তরপ্রদেশের অন্যতম বিরোধীদল বিএসপি। রবিবার
সকালে বিএসপির সর্বভারতীয় মুখপাত্র সুধীন্দ্র ভাদরিয়া জানিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতির তত্ত্বাবধানে সিবিআই তদন্ত হোক।
সিবিআই
তদন্তের দাবি তুলেছিলেন বিএসপি
সুপ্রিমো মায়াবতী।কিন্তু
তিনি সুপ্রিম কোর্টের বিচারপতির তত্ত্বাবধানে সিবিআই তদন্তের কথা
বলেছিলেন। নিগৃহীতার
পরিবার, সাধারণ মানুষ এবং
সমাজের জন্য এই তদন্ত
প্রক্রিয়া স্বচ্ছভাবে করা দরকার।
আর তা করতে গেলে
সুপ্রিম কোর্টের বিচারপতির তত্ত্বাবধান থাকাটা বাঞ্ছনীয়।হাথরাস গণধর্ষণকাণ্ডে দেশবাসী
রেগে রয়েছে। মুখ্যমন্ত্রী
যোগী আদিত্যনাথের বিরুদ্ধে তাদের পুঞ্জীভূত ক্ষোভ
উগরে উঠছে।অন্যদিকে
রাজ্য সরকারের তরফ থেকে জানানো
হয়েছে এই ধর্ষণ কাণ্ডের
পূর্ণাঙ্গ তদন্তের জন্য মুখ্যমন্ত্রী সিবিআই
এর কাছে এই মামলা
তুলে দিয়েছেন।