শনিবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসঙ্ঘচালক ডা: মোহন ভাগবত রাজস্থানের জয়পুরে সেবা সদনে করোনা কালে জয়পুর প্রান্ত টোলির তরফে আয়োজিত সেবা, শিক্ষা, জনগণকে স্বাবলম্বী করে তোলার কর্মকাণ্ড নিয়ে চর্চা করেছেন। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন সংঘের কাজে সমাজের বিশ্বাস প্রতিনিয়ত বেড়েই চলেছে। করোনা কালে সংঘের তরফ থেকে যে বৃহৎ সেবা কার্য চালানো হয়েছিল তাতে মানুষের সমস্যার কথা শুনে তা সমাধানের জন্য জেলা স্তরে এবং ব্লক স্তরে পরিকল্পনা গ্রহণ করা উচিত। এতে করে সমাজ এবং সংঘ একই দিশায় এগিয়ে যাবে। শিক্ষা ক্ষেত্রে বিশেষ কার্য হওয়া উচিত বলে মনে করে সরসঙ্ঘচালক জানিয়েছেন, বিদ্যালয়ের পরিচালন সমিতি, অভিভাবক, শিক্ষক, দান দাতাদের নিয়ে আলোচনায় বসে সমস্যার সমাধান বের করতে হবে। সামাজিক সদ্ভাব বৈঠকের মাধ্যমে দেশ আজ যেসব সমস্যার সম্মুখীন তার সমাধানের পথ বাতলাতে হবে। যুবা কার্যকর্তাদের উচিত শাখা এলাকার অন্তর্গত সামাজিক পরিস্থিতি পর্যালোচনা করে অধ্যায়ন করা। এতে ক্ষেত্র সমীক্ষাও যুক্ত করা উচিত। জয়পুরের প্রান্ত সংঘ চালক মহেন্দ্র সিংহ মেগি জানিয়েছেন, করোনা ও লকডাউনের সংঘের তরফ থেকে বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে ঐক্যবদ্ধভাবে সমাজসেবামূলক কাজকর্ম যে করেছে তা নিয়ে এদিন চর্চা হয়েছে। সংঘের তরফ থেকে জনসেবামূলক প্রকল্প নিয়ে এ দিনের বৈঠকে আলোচনা হয়েছে।
2020-10-04