দেশে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন আরও ৭৫ হাজার ৮২৯ জন। এই সময়ের মধ্যে নতুন করে মৃত্যু হয়েছে আরও ৯৪০ জনের।
নতুন করে সংক্রমণ ও মৃত্যুর জেরে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ লক্ষ ৪৯ হাজার ৩৭৪ জন। এরমধ্যে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ৯ লক্ষ ৩৭ হাজার ৬২৫। সুস্থ হয়ে উঠেছে ৫৫ লক্ষ ৯ হাজার ৯৬৭ জন। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুসারে, দেশে মোট মৃতের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ১ হাজার ৭৮২ জন।
অন্যদিকে করোনা প্রতিরোধে ফের লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র প্রশাসন। জানা গিয়েছে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে এই লক ডাউনের মেয়াদ। তবে তার সঙ্গে ছাড় দেওয়া হয়েছে একাধিক ক্ষেত্রে। শর্তসাপেক্ষে এই লকডাউন বাড়ানোর নির্দেশ। তবে কনমেন্টজোনগুলিতে এই লকডাউন বজায় থাকবে। তবে সাধারণের সুবিধার জন্য হোটেল, ফুড কোর্ট, রেস্টুরেন্ট এবং বার খলার অনুমতি দেওয়া হয়েছে।
আগামী ৫ অক্টোবর থেকে এই সমস্ত কিছু খুলে যাবে। তবে সে ক্ষেত্রে ৫০ শতাংশের বেশি মানুষ এই সমস্ত জায়গাতে ভিড় করতে পারবে না। নির্দেশিকাতে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। পাশপাশি সেন্ট্রাল রেলওয়ের তরফে জানানো হয়েছে তাদের তরফে নেওয়া হয়েছে অতিরিক্ত পদক্ষেপ।
অন্যদিকে সুখবর শোনাচ্ছে অক্সফোর্ড। তাঁদের ভ্যাক্সিনের দিকে তাকিয়ে আছেন বহু মানুষ। আশার কথা হল, চলতি বছরের মধ্যেই সম্ভবত এসে যাবে সেই ভ্যাক্সিন। ৬ মাস নয়, তারও আগে ভ্যাক্সিন আসবে বলে অনুমান।
ব্রিটিশ সরকারকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, আগামী ৬ মাসের মধ্যেই ভ্যাক্সিন এসে যাবে। তার থেকে আগেও হতে পারে।