ইসলামকে এমন এক ধর্ম যার ফলে গোটা বিশ্ব আজ সঙ্কটে! ফ্রান্সে একটি ভাষণে ইসলামিক কট্টরপন্থীদের বিরুদ্ধে এমনই মন্তব্য করলেন ফ্রান্সের (FRANCE) রাষ্ট্রপতি এমানুয়েল মাখোঁ (Emmanuel Macron) ।
তাঁর মতে, ইসলাম ধর্মের ইমামদের কারনে কট্টরপন্থী ও আলগাওবাদ বেড়ে গিয়ে পৃথিবীকে সমস্যায় ফেলছে। তাই ইসলামিক কট্টরপন্থীদের বিরুদ্ধে লড়াই করার ডাক দিলেন মাখোঁ।
এটাই প্রথমবার নয়, এমানুয়েল মাখোঁ ইসলাম ধর্ম নিয়ে এরকম মন্তব্য আগেও করেছেন।
উল্লেখ্য, ফ্রান্সের মোট জনসংখ্যার মধ্যে প্রায় ৬০ থেকে ৬৫ লক্ষ মানুষ ইসলাম ধর্মাবলম্বী। চলতি বছরের প্রথম দিকে ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল দেশে বিদেশী ইমামদের প্রবেশ নিয়ে নিষেধাজ্ঞা জারি করেছিলেন।
সেই সময় মাখোঁ বলেছিলেন, সরকারের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কট্টরপন্থী আর আলগাওবাদের প্রভাব থেকে দেশকে বাঁচানোর জন্য।
মাখোঁ এমনও নির্দেশ দিয়েছিলেন, ফ্রান্সে থাকা সব ইমামকে বাধ্যতামূলকভাবে স্থানীয় ফরাসী ভাষা শিখতে হবে।
মাখোঁর ইসলাম বিরোধিতা নিয়ে সে দেশে ইসলাম ধর্মাবলম্বীরা তীব্র প্রতিবাদ জানান।
২০২২ সালে ফ্রান্সের নির্বাচন আসছে। ২০১৭ সালের নির্বাচনে ৩৯ বছর বয়সী মাখোঁ ফ্রান্সের ইতিহাসে সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি হিসেবে জয়লাভ করে বিশ্বকে চমকে দেন।
মাখোঁর ওই জয়লাভ ছিল উগ্র দক্ষিপন্থী মারিনা লা পেনের বিরুদ্ধে। মারিনা লা পেনে তাঁর ইসলাম ও অভিবাসীবিদ্বেষের কারনে ‘ফ্রান্সের ট্রাম্প’ হিসেবে পরিচিত।
কিন্তু গত জুনের স্থানীয় নির্বাচনে মাখোঁর ‘সেন্ট্রিস্ট রিপাবলিক অন দ্য মুভ পার্টি’ শোচনীয় ফল করেছে। স্থানীয় নির্বাচনে ভরাডুবির পর মাখোঁ উদারনৈতিক পন্থাকে সরিয়ে রেখে দক্ষিণপন্থার রাস্তাই বেছে নিয়েছেন।