কিছুদিন আগে গুগল থেকে নিয়ম ভাঙ্গার কারণে সরিয়ে ফেলা হয়েছিল পেটিএমকে। যদিও তার কিছু পরেই ফের ফিরিয়ে নিয়ে আসা হয়েছিল এই ওয়ালেট কে। আর তারপরে মেবারে ফের গুগল থেকে সতর্ক বার্তা পেল জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপ জোমাটো এবং সুইগি। এই দুই অ্যাপ কে নোটিস দেওয়াতে স্বভাবতই অবাক হয়েছেন অনেকেই।
জানা গিয়েছে আইপিএল সংক্রান্ত বেশ কিছু ক্যাশব্যাকের অফার দেওয়া হচ্ছিল এই দুই প্ল্যাটফর্মের তরফে। জানানো হয়েছে ঠিক যে অভিযোগের কারণে পে টিএম কে সরিয়ে ফেলা হয়েছিল। সেই একই অভিযোগ আনা হয়েছে এই দুই ফুড ডেলিভারি অ্যাপের বিরুদ্ধে। এর আগে পে টি এম ক্রিকেট থেকে শুরু করে বিভিন্ন স্পোর্টস রামি চালু করেছিল এবং সেখান থেকে ক্যাশব্যাক পাওয়ার সুবিধা এনেছিল। যা গুগলের নিয়ম বিরুদ্ধ
আর সেই কারণেই পে টি এমের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিল তারা। আর জানা গিয়েছে এই দুই ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম আইপিএল শুরু হতেই এই ধরনের বেশ কিছু অফার নিয়ে এসেছিল। আর সেই কারণেই গুগলের তরফে তাদের সতর্কবার্তা পাঠানো হয়েছে।
ভারতের ক্রিকেট প্রমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় আইপিএল। তবে এবারে করোনার জেরে প্রশ্ন উঠেছিল আইপিএল হওয়া নিয়ে। কিন্তু সব সমস্যা মিটিয়ে অবশেষে শুরু হয়েছে এই টুর্নামেন্ট। আর তারপরেই একাধিক প্ল্যাটফর্ম নিয়ে এসেছে একাধিক ক্যাশব্যক অফার। যার জন্য আকর্ষিত হচ্ছে সাধারন মানুষজন। আর তা নিয়ম বিরুদ্ধ। আর সেই কারণে এবারে গুগলের কোপে পড়ল এই দুই জনপ্রিয় অ্যাপ। তবে মনে করা হচ্ছে দ্রুত এই দুই প্ল্যাটফর্ম সিদ্ধান্ত নেবে এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে।