মাত্র ২ ঘন্টায় শনাক্ত করা যাবে করোনা হয়েছে কিনা। রিলায়েন্স এমন কিট এনেছে বলে জানিয়েছে। রিলায়েন্স লাইফ সায়েন্স আরটি-পিসিআর কিট নিয়ে এসেছে এবং সেই কিটের মাধ্যমে দু ঘন্টায় কোভিড-১৯এর ডায়াগনোসিস সম্ভব হবে বলে সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে। এই কিটের মাধ্যমে দ্রুত চিহ্নিত করা সম্ভব করোনা জিন। পাশাপাশি এই কিটের মাধ্যমে করোনা সনাক্তকরণের খরচ তেমন বেশি নয় বরং সাধ্যের মধ্যেই এমনটাই দাবি করা হচ্ছে।
প্রসঙ্গত করোনা সংক্রমণ চিহ্নিত করার সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি হলো আরটি-পিসিআর। তবে সেক্ষেত্রে এই পরীক্ষার সময় এবং খরচা নিয়ে প্রশ্ন ছিল। কারণ এই পরীক্ষা পদ্ধতি ব্যয় সাপেক্ষ এবং সময় সাপেক্ষ বলে ধরা হচ্ছিল। কিন্তু নতুন এই উদ্যোগ এই দুই সমস্যার সমাধান করে দিয়েছে বলে রিলায়েন্সের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
আরটি-পিসিআর হল রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পলিমেরাইজ চেন রিয়াকশন। রোগ পরীক্ষার জন্য রিলায়েন্সের বানানো এই কিট কম্পিউটেশনাল বায়োলজির সহায়তায় কোভিড-১৯ এর ১০০ ধরনের জিনোম শনাক্ত ও বিশ্লেষণ করতে সক্ষম হবে। আইসিএমআর এই কিটের প্রযুক্তি ব্যবহারের ইতিমধ্যেই সবুজ সংকেত দিয়েছে।
অন্যান্য দ্রুত টেস্টের তুলনায় এই প্রযুক্তি প্রয়োগে ভুল ফলাফল পাওয়ার সম্ভাবনা কম। এতদিন এই প্রযুক্তি প্রয়োগে সময় লাগতো ২৪ ঘন্টা সেখানে রিলায়েন্স লাইফ সায়েন্সের গবেষকরা মাত্র ২ ঘন্টায় সেটা করতে সক্ষম হচ্ছে। শুধু কম সময়ে পরীক্ষা করাই নয় এই কাজে নিযুক্ত বিজ্ঞানী ও গবেষকদের দাবি ৯৮.৭ শতাংশ ক্ষেত্রেই এটা সঠিক তথ্য দিতে পারবে।