দেউলিয়া প্রক্রিয়ার ক্ষেত্রে মামলা চলাকালীন ৩৫৭টি দিন বাদ দেওয়ার জন্য সংস্থার করা আবেদন খারিজ করে ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল (এনসিএলটি) বৃহস্পতিবার অনিল অম্বানির সংস্থা রিলায়েন্স কমিউনিকেসন (RCom)কে দেউলিয়া ঘোষণা করেছে ৷
অনিল অম্বানির এই সংস্থার ঋণ রয়েছে ৫০,০০০ কোটি টাকার উপর তা এবার সরকারি ভাবে দেউলিয়া ঘোষণা করল বৃহস্পতিবারএনসিএলটি যাতে পরিচালক মন্ডলীকে উপেক্ষা করে এই প্রক্রিয়া সম্পাদনের জন্য নতুন পেশাদারদের নিয়োগ করা হয়েছে এবং স্টেট ব্যাংকের নেতৃত্বাধীন ৩১টি ব্যাংকেকর মাধ্যমে পাওনাদারদের একটি কমিটি গঠন করতে বলা হয়েছে৷
শেষ সওয়ালে অনিল অম্বানির সংস্থাটি আবেদন করেছিল, প্রাথমিক দেউলিয়া প্রক্রিয়ার ব্যাপারে ২০১৮ সালের ৩০মে থেকে ২০১৯ সালের ৩০ এপ্রিল পর্যন্ত সময়কালটা বাদ দিতে যেহেতু ওই সময়টা স্থগিতাদেশ ছিল প্রথমে ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেড ট্রাইব্রুনাল-এ এবং পরে সুপ্রিম কোর্টে৷
অনিলের দাদা মুকেশ অম্বানির রিলায়েন্স জিও যেভাবে বিনামূল্য কল এবং সস্তায় ডেটা দিতে থাকেন তারই জেরে টেলিকম পরিষেবা দিতে মাসুল যুদ্ধে নেমে রিলায়েন্স কমিউনিকেশন বড় ক্ষতির মুখে পড়ে ৷ আর-কম তাদের দেউলিয়া প্রক্রিয়া আটকাতে রিলায়েন্স জিওকে স্পেকট্রাম বেচের পথে গেলেও সরকারি ও অন্যান্য দিকে সব কিঠু ঠিক করে লেনদেন করে উঠতে পারেননি৷